Monday, December 18, 2023

নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন মুক্তিযুদ্ধ এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ এক সাথে

  •  প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
  • উত্তর : অপারেশন সার্চ লাইট
  • প্রশ্ন : শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
  • উত্তর : ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
  • উত্তর : ১১ টি।
  • প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না ?
  • উত্তর : ১০ নং সেক্টর।
  • প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
  • উত্তর : ৭ জন।

আরো পড়ুন 

  • প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
  • উত্তর : ৬৯ জন।
  • প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
  • উত্তর : ১৭৫জন।
  • প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
  • উত্তর : ৪২৬ জন।
  • প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
  • উত্তর : ৬৭৬ জন।
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
  • উত্তর : রেসকোর্স ময়দানে।
  • প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে ?
  • উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
  • প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
  • উত্তর : বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
  • প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
  • উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
  • প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
  • উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
  • প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
  • উত্তর : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
  • প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
  • উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
  • প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
  • উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।
  • প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
  • উত্তর : আ স ম আব্দুর রব।
  • প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
  • উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
  • প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
  • উত্তর : ২৬ মার্চ, ১৯৭১।
  • প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
  • উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
  • উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
  • উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
  • প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
  • উত্তর : ১০ জানুয়ারী ১৯৭২।

  • প্রশ্ন : এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
  • উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।
  • প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
  • উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
  • উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
  • উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
  • উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
  • উত্তর : ৬ জন।
  • প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
  • উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।
  • প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
  • উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
  • প্রশ্ন : কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
  • উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
  • প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
  • উত্তর : এম, মনসুর আলী।
  • প্রশ্ন : মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
  • উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
  • প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
  • উত্তর : শেখ মুজিবর রহমান।
  • প্রশ্ন : মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
  • উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
  • প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
  • উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।
  • প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
  • উত্তর : মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

আরো পড়ুন 

  • প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
  • উত্তর : ১৮ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
  • উত্তর : ক্যাপ্টেন এ কে খন্দকার।
  • প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
  • উত্তর : এম হোসেন আলী।
  • প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
  • উত্তর : ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
  • প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
  • উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
  • প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?

গুরত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ে নিন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন মুক্তিযুদ্ধ এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ এক সাথে

একনজরে বঙ্গবন্ধু; গুরুত্বপূর্ণ ভাইভা ও প্রশ্ন

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন ও উত্তর

ভাইভা বোর্ডে অবশ্য পালনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়

  • উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
  • প্রশ্ন : দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
  • উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
  • প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
  • উত্তর : মাদার মারিও ভেরেনজি।
  • প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
  • উত্তর : হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
  • প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
  • উত্তর : শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
  • প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
  • উত্তর : ২১ নভেম্বর, ১৯৭১।
  • প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
  • উত্তর : ০৬ ডিসেম্বর, ১৯৭১।
  • প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
  • উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
  • প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
  • উত্তর : আবদুস সাত্তার।
  • প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?
  • উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
  • উত্তর : দুই নম্বর সেক্টর
  • প্রশ্ন : অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
  • উত্তর : ইয়াহিয়া খান
  • প্রশ্ন : সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
  • উত্তর : শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
  • প্রশ্ন : ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল?
  • উত্তর : প্রায় দশ লক্ষ
  • প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
  • উত্তর : এম. মনসুর আলি।
  • প্রশ্ন : সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
  • উত্তর : এম এফ
  • প্রশ্ন : রাজাকার বাহিনি গঠন করেন কে?
  • উত্তর : মওলানা এ কে এম ইউসুফ
  • প্রশ্ন : ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
  • উত্তর : ৩রা নভেম্বর
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
  • উত্তর : সেগুনবাগিচা
  • প্রশ্ন : কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
  • উত্তর : জুলফিকার আলী ভুট্ট
  • প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
  • উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
  • উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  • উত্তর : ১১টি সেক্টরে
  • প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
  • উত্তর : ১৪ ডিসেম্বর
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
  • উত্তর : প্রায় ৩০ লাখ
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
  • উত্তর : চারটি
  • প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
  • উত্তর : ‘জয় বাংলা’।
  • প্রশ্ন : যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
  • উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর

আরো পড়ুন 

  • প্রশ্ন : আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
  • উত্তর : ১০নং সেক্টরে
  • প্রশ্ন : শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
  • উত্তর : গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
  • প্রশ্ন : শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
  • উত্তর : ২৩ মার্চ ১৯৬৬
  • প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
  • উত্তর : সৈয়দ নজরুল ইসলাম
  • প্রশ্ন : ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
  • উত্তর : মেজর খালেদ মোশারফ
  • প্রশ্ন : মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
  • উত্তর : মুক্তিফৌজ
  • প্রশ্ন : কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
  • উত্তর : ৩ মার্চ ১৯৭১
  • প্রশ্ন : কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
  • উত্তর : ৭ ই মার্চ ১৯৭৩
  • প্রশ্ন : বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
  • উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
  • উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
  • প্রশ্ন : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  • উত্তর : তাজউদ্দিন আহমেদ
  • প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?
  • উত্তর : যশোর
  • প্রশ্ন : মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
  • উত্তর : যুক্তরাজ্য
  • প্রশ্ন : কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
  • উত্তর : ১৪ই ডিসেম্বর
  • প্রশ্ন : শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
  • উত্তর : ভারত সরকার
  • প্রশ্ন : মার্ক টলী কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক?
  • উত্তর : বিবিসি
  • প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
  • উত্তর : ব্রিটিশ সাংবাদিক
  • প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
  • উত্তর : ডাচ
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
  • উত্তর : ৩ টি
  • প্রশ্ন : আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
  • উত্তর : ঢাকা সেনানিবাসে।
  • প্রশ্ন : ‘বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
  • উত্তর : ৭ই মার্চের ভাষন
  • প্রশ্ন : সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ ?
  • উত্তর : আইভরি কোস্ট
  • প্রশ্ন : কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
  • উত্তর : মেজর জেনারেল জ্যাকব
  • প্রশ্ন : ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
  • উত্তর : জুলফিকার আলী ভুট্টো
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
  • উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
  • উত্তর : যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
  • প্রশ্ন : এম ভি সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
  • উত্তর : ৩রা মার্চ
  • প্রশ্ন : অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে ?
  • উত্তর : ৬০টি।
  • প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
  • উত্তর : ১৮ এপ্রিল কলকাতায়।

আরো পড়ুন 

  • ১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
  • ২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
  • ৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
  • ৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
  • ৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
  • ৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
  • ৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
  • ৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ
  • ৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান
  • ১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : সমর দাস
  • ১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস
  • ১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়
  • ১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর
  • ১৫.  সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ
  • ১৬. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
  • ১৭. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার
  • ১৮.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ
  • ১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম ২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস
  • ২০. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ ২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
  • ২১. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
  • ২২. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
  • ২৩. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
  • ২৪. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায়
  • ২৫. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায়
  • ২৬. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান
  • ২৭. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই
  • ২৮. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র
  • ২৯. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
  • ৩০. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ
  • ৩১. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : সমর দাস

আরো পড়ুন 

  • মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গ্রন্থ গ্রন্থের নাম ও রচয়িতাঃ
  • বাংলাদেশ কথা কয় — আবদুল গাফফার চৌধুরী
  • বাংলা ও বাঙালীর কথা — আবুল মোমেন
  • বাংলাদেশ ও বঙ্গবন্ধু — মোনায়েম সরকার
  • একাত্তরের রণাঙ্গন — শামসুল হুদা চৌধুরী
  • একাত্তরের ঢাকা — সেলিনা রহমান
  • একাত্তরের কথামালা — বেগম নূর জাহান
  • একাত্তরের দিনগুলো — জাহানারা ইমাম
  • একাত্তরের ডায়েরী — সুফিয়া কামাল
  • আমার কিছু কথা — শেখ মজিবর রহমান
  • “বাংলাদেশ : রক্তের ঋণ “, এন্থনি মাসকারেনহাস
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান
  • ● চরমপত্র – (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
  • ● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) – কথক= সৈয়দ আলি আহসান
  • ● জল্লাদের দরবার – জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
  • ● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা – কথক= সাদেকীন
  • ● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) – কথক= আবু তোয়াব খান
  • ● দর্পণ – ( কথিকা) – কথক= আশরাফুল আলম
  • ● প্রতিধ্বনী -( কথিকা ) – কথক= শহীদুল ইসলাম
  • ● কাঠগড়ার আসামী – ( কথিকা) – কথক= মুস্তাফিজুর রহমান
  • [ বি:দ্র:এই সাজেশন যে কোন সময় পরিবতনশীল ১০০% কমন পেতে পরিক্ষার আগের রাতে সাইডে চেক করুন এই লিংক সব সময় আপডেট করা হয় ]
  • All important books and writings about liberation war of Bangladesh.
  • মুক্তিযুদ্ধভিত্তিক সকল উপন্যাসের তালিকা:
  • ১. রাইফেল রোটি আওরাত– আনোয়ার পাশা
  • ২. নেকড়ে অরণ্য– শওকত ওসমান
  • ৩. হাঙর নদী গ্রেনেড– সেলিনা হোসেন
  • ৪. খাঁচায়– রশীদ হায়াদার
  • ৫. জোছনা ও জননীর গল্প– হুমায়ূন আহমেদ
  • ৬. জনক ও জননীর গল্প- মোস্তফা কামাল
  • ৭. সাড়ে তিন হাত ভূমি– ইমদাদুল হক মিলন
  • ৮. ফেরারী সূর্য- রাবেয়া খাতুন
  • ৯. যাত্রা– শওকত আলীর
  • ১০. জীবন ও রাজনৈতিক বাস্তবতা– লেখক শহীদুল জহির
  • মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের তালিকা:
  • ১. পায়ের আওয়াজ পাওয়া যায়- সৈয়দ শামসুল হক
  • ২. বর্ণচোর- মমতাজউদ্দীন আহমেদ
  • ৩. কি চাহ শঙ্খ চিল- মমতাজউদ্দীন আহমেদ
  • ৪. যে অর‌ন্যে আলো নেই–নী‌লিমা ইব্রা‌হিম।
  • ৫. নরকে লাল গোলাপ- আলাউদ্দিন আল আজাদ
  • ৬. স্বাধীনতা আমার স্বাধীনতা-মমতাজ উদদীন আহম্মেদ
  • ৭. বকুল পুরের স্বাধীনতা- মমতাজ উদ্দিন আহম্মেদ
  • ৮. আয়নায় বন্ধুর মুখ–আবদুল্লাহ আল মামুন।
  • ৯. কিংশুক যে মরুতে– মওহাম্মদ এহসানুল্লাহ
  • ১০ ফেরী আসছে–রনেশ দাসগুপ্ত
  • মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল ক‌বিতার তালিকা:
  • ১. মু‌ক্তি‌যোদ্ধা–জসীমউদদীন।
  • ২. দগ্ধগ্রাম–জসীমউদদীন।
  • ৩. বন্দী শি‌বির থে‌কে–শামসুর রহমান।
  • ৪. স্বাধীনতা তুমি– শামসুর রহমান।
  • ৫. বাংলা ছাড়ো– সিকান্দার আবু জাফর
  • ৬. স্বাধীনতা–নির্মলেন্দু গুণ
  • ৭. আজকের বাংলাদেশ– সুফিয়া কামাল
  • ৮. প্রথম শহীদ বাংলা‌দে‌শের মে‌য়ে–সু‌ফিয়া কামাল।
  • ৯. মুক্তিযোদ্ধারা দেখতে কেমন–আহসান হাবীব
  • ১০. একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ–রফিক আজাদ
  • মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল গানের তালিকা:
  • ১. ‌মোরা এক‌টি ফুল‌কে বাচাব–গো‌বিন্দ হালদার।
  • ২. জন্ম আমার ধন্য হল–নাঈম গহর।
  • ৩. জনতার সংগ্রাম চল‌বেই–সিকানদার আবু জাফর।
  • ৪. শুন এক‌টি মু‌জিবু‌রের–গৌ‌রিপ্রসন্ন মজুমদার।
  • ৫. নোঙ্গর তোল তোল–নাঈম গহর।
  • মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল ‌ছোটগল্পের তালিকা:
  • ১. একাত্ত‌রের যীশু– শাহ‌রিয়ার ক‌বির।
  • ২. জন্ম য‌দি তব বঙ্গে–শওকত ওসমান।
  • ৩. নামহীন গোত্রহীন–হাসান আজিজুল হক।
  • ৪. ‌মি‌লির হা‌তে স্টেনগান–আখতারুজ্জ‌ামান ইলিয়াস।
  • ৫. বীরাঙ্গনার প্রেম–বিপ্রদাস বড়ুয়া।
  • মু‌ক্তিযুদ্ধ‌ভি‌ত্তিক সকল প্রবন্ধের তালিকা:
  • ১. A search for identity–মে.‌মো.আবদুল জ‌লিল
  • ২. The liberation of Bangladesh–মে.‌জে. সুখওয়ান্ত সিং।
  • ৩. একাত্ত‌রে ঢাকা–‌সে‌লিনা হো‌সেন।
  • ৪. আ‌মি বীরাঙ্গনা বল‌ছি–ড.নী‌লিমা ইব্রা‌হিম।

আরো পড়ুন 


  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সেক্টরসমূহের তালিকা। তাজউদ্দিন আহমদ এর নির্দেশে মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল । মুক্তিযুদ্ধের সময় কোন জেলা কত নাম্বার সেক্টরে এবং কোন কোন সেক্টর কোন কোন জেলা দিয়ে ঘটিত হয়েছিল। জেনারেল ওসমানীকে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক পদে নিয়োগ দেয়া হয়-১৮ এপ্রিল ১৯৭১।
  • ♦ সেক্টর ১ – চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার পূর্বাংশ । [সেক্টর কমান্ডারঃ মেজর জিয়াউর রহমান (১০ এপ্রিল, ১৯৭১ হতে ২৫ জুন, ১৯৭১) এবং ক্যাপ্টেন রফিকুল ইসলাম (২৮ জুন, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ২ – নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশ বিশেষ। [সেক্টর কমান্ডারঃ মেজর খালেদ মোশাররফ (১০ এপ্রিল, ১৯৭১ হতে ২২ সেপ্টেম্বর, ১৯৭১) এবং মেজর এ.টি.এম. হায়দার (২২ সেপ্টেম্বর, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৩ – কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকার অংশবিশেষ । [সেক্টর কমান্ডারঃ মেজর কে এম শফিউল্লাহ (১০ এপ্রিল, ১৯৭১ হতে ২১ জুলাই, ১৯৭১) এবং মেজর এ.এন.এম. নূরুজ্জামান (২৩ জুলাই, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৪ – সিলেটের পূর্বাঞ্চল । [সেক্টর কমান্ডারঃ মেজর চিত্ত রঞ্জন দত্ত (১০ এপ্রিল, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৫ – সিলেটের পশ্চিমাঞ্চল । [সেক্টর কমান্ডারঃ মেজর মীর শওকত আলী (১০ এপ্রিল, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৬ – রংপুর ও ঠাকুরগাঁও । [সেক্টর কমান্ডারঃ উইং কমান্ডার মোহাম্মদ খাদেমুল বাশার (১০ এপ্রিল, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৭ – রাজশাহী ও দিনাজপুরের অংশবিশেষ । [সেক্টর কমান্ডারঃ মেজর নাজমুল হক *দুর্ঘটনায় নিহত (১০ এপ্রিল, ১৯৭১ হতে ২৭ সেপ্টেম্বর, ১৯৭১) এবং মেজর কাজী নূরুজ্জামান (২৮ সেপ্টেম্বর, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৮ – কুষ্টিয়া, যশোর,ফরিদপুর ও খুলনার অংশবিশেষ । [সেক্টর কমান্ডারঃ মেজর আবু ওসমান চৌধুরী (১০ এপ্রিল, ১৯৭১ হতে ১৭ জুলাই, ১৯৭১) এবং মেজর এম. এ. মঞ্জুর (১৪ আগস্ট, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ৯ – বরিশাল, পটুয়াখালী এবং সাতক্ষীরা ও খুলনার অংশবিশেষ । [সেক্টর কমান্ডারঃ মেজর এম এ জলিল (১০ এপ্রিল, ১৯৭১ হতে ২৪ ডিসেম্বর, ১৯৭১) এবং মেজর জয়নুল আবেদীন (২৪ ডিসেম্বর, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • ♦ সেক্টর ১০ – নৌ সেক্টর । (কোনো আঞ্চলিক সীমানা নেই। ৫১৫ জন নৌবাহিনীর কমান্ডো অধীনস্হ। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হত)
  • ♦ সেক্টর ১১ – ময়মনসিংহ ও টাঙ্গাইল । [সেক্টর কমান্ডারঃ মেজর জিয়াউর রহমান (২৬ জুন, ১৯৭১ হতে ১০ অক্টোবর, ১৯৭১), মেজর আবু তাহের (১০ অক্টোবর, ১৯৭১ হতে ২ নভেম্বর, ১৯৭১) এবং ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ খান (২ নভেম্বর, ১৯৭১ হতে ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২) ]
  • এছাড়াও,
  • টাংগাইল সেক্টর – সমগ্র টাংগাইল জেলা ছাড়াও ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশ [কাদের সিদ্দিকী]
  • আকাশপথ – বাংলাদেশের সমগ্র আকাশসীমা। [গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার]

  • উইং কমান্ডার এম .কে.বাশার মুক্তিযুদ্ধ কোন সেক্টরের কামান্ডার ছিলেন ? উত্তরঃ সেক্টর ৬
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্টিত হয় ? উত্তরঃ ম্যাডিসন স্কোয়ার গার্ডেন
  • বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্ত করা হয়েছে ? উত্তরঃ ৩০ অক্টোবর ২০১৭
  • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোন দুজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূসিত করা হয় ? উত্তরঃ সিতারা বেগম ও তারামন বিবি
  • একাত্তরের দিনগুলি বইটির লেখক কে ? উ্ত্তরঃ জাহানারা ইমাম
  • Surrender at Dacca Birth of a Nation বইটির লেখক কে ? উত্তরঃ লে. জে. জেএফআর জেকর
  • বীরশ্রেষ্ট মোস্তফা কামালকে কোথায় সমাধিস্থ করা হয়েছে ?উ্ত্তরঃ আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া
  • বাংলাদেশে মোট রাষ্টীয় খেতাব প্রাপ্ত মুক্তিযুদ্ধাদের সংখ্যা কত ? উত্তরঃ ৬৭৬
  • ১৭ ই এপ্রিল ১৯৭১ সনে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্টান পরিচালনা করেন কে ? উত্তরঃ মোহাম্মদ ইউসুফ আলী
  • ১৯৭১ সালে অনুষ্টিত কনসার্ট ফর বাংলাদেশের ’প্রধান শিল্পী কে ?উত্তরঃ জর্জ হ্যারিসন
  • ১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ?উত্তরঃ বিটলস
  • ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশে কনসার্টে যোগ দেন ? উত্তরঃ Ravi Shankar
  • কোন বিদেশী সাংবাদিক গণহত্যার কথা বহির্বিশ্বে প্রকার করেন ? উত্তরঃ সাইমন ডিং
  • মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড -রিচয়িতা কে ? উত্তরঃ অ্যালেন গিনসবার্গ
  • সম্প্রতি কোন দিনটিকে  মুক্তিযুদ্ধ দিবস ঘোষণা করা হয়েছে ? উত্তরঃ ১ ডিসেম্বর
  • ১৯৭১ এ – মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশেকে কে তুলে ধরেন ? উত্তরঃ এদের   সবাই
  • বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ? উত্তরঃ কলকাতা
  • মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরে অর্ন্তভূক্ত ছিল ? উত্তরঃ সেক্টর ৭
  • মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে অর্ন্তভূক্ত ছিল ? উত্তরঃ ৮ নং
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধ নৌ সেক্টর/নৌ-কমান্ডো সেক্টর ? উত্তরঃ১০ নং
  • সেক্টর নং ৩ এর সেক্টর কমান্ডার ছিলেন ? উত্তরঃ মেজর এম.এম নুরুজ্জামান
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর  সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে  ভূষিত হন ? উত্তরঃ ২জন
  • বাংলাদেশের কোন জীবিত ব্যাক্তিকে প্রদত্ত সর্বোচ্চ  বীরত্ব সূচক পদক কী ?উত্তরঃ বীর উত্তম
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক ’ খেতাব পাপ্ত একমাত্র বিদেশী নাগরিগ ? উত্তরঃ ডব্লিউ এস ওয়াডারল্যান্ড
  • মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা কে ? উত্তরঃ ডা: সেতারা বেগম
  • কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান ?উত্তরঃ ডা: সেতারা বেগম
  • ক্ষুদ্র – নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন ? উত্তরঃ উক্যাচিং মারমা
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিখ্যাত গেরিরা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল ? উত্তরঃ সেক্টর ২
  • এদের মধ্যে কে বীর শ্রেষ্ঠ নন ? উত্তরঃ নুরুল হক
  • বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন ? উত্তরঃ নৌবাহিনী
  • বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি ? উত্তরঃ ভারত
  • কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ? উত্তরঃ ইরাক
  • বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ? উত্তরঃ ৪ এপ্রিল ১৯৭২
  • স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে ? উত্তরঃ ৪এপ্রিল ১৯৭২
  • বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ ?উত্তরঃ পূর্ব জার্মানি
  • কোন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে সর্ব প্রথম স্বীকৃতি দেয় ? উত্তরঃ ইরাক
  • মুজিব নগরের অর্থমন্ত্রি কে ছিলেন ? উত্তরঃ এম মনসুর আলী
  • মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে ? উত্তরঃ ১০ নং সেক্টর
  • মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ এ.এইস এম কামরুজ্জামান
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধরে পটভুমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে ? উত্তরঃ আলমগীর কবির
  • মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরসমনি কার রচনা ? উত্তরঃ হুমায়ূন আহমেদ
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক কে ছিলেন ? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • মুজিব নগর সরকার কখন গঠিত হয় ? উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
  • কোন বিদেশী পত্রিকা বঙ্গবন্ধু রাজনীতির কবি (POET OF POLITICS) উপাধি দিয়েছিলেন ? উত্তরঃ নিউজ উইরুস (উইকস)
  • আনুষ্টানিক ভাবে স্বধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় ?উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১
  • মুজিবনগর কোথায় অবস্থিত ? উত্তরঃ মেহের পুর
  • মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবিদের উপর ব্যাপক হত্যাকান্ড সংঘঠিত হয় ? উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১
  • লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না ? দম্তোত্তিকারী ব্যাক্তিটি  কে ছিল ? উত্তরঃ জেনারেল ইয়াহিয়া খান
  • দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে ? উত্তরঃ জেনারেল সুখওয়ান্ত সিং
  • একাত্তেরর চিঠি – কোন জাতীয় রচনা ? উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
  • বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ? উত্তরঃ মালেশিয়া
  • বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন ? উত্তরঃ জে.আতাউল গণি ওসমানী
  • বাংলাদেশের মক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন ? উত্তরঃ জেনারেল আঃ গণি ওসমানী
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল ? উত্তরঃ ১১টি
  • মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্টানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে ? উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
  • বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত ? উত্তরঃ সাত
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় ? উত্তরঃ ৬৯ জন
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর কোন জেলায় ? উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল ? উত্তরঃ সিপাহী
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল নিম্নের কোন তারিখে মৃত্যু বরণ করেন ? উত্তরঃ ১৮এপ্রিল ১৯৭১
  • বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম উইরোপীয় দেশ কোনটি ? উত্তরঃ পূর্ব র্জামানি
  • ১৯৭৫ সালে ১৫ আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবিাহিনী প্রধান কে ছিলেন ? উত্তরঃ মে.জে.কে এম শফিউল্লাহ
  • রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃস্তম্বের নাম কী ? উত্তরঃ রক্ত সোপান
  • ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসর্মপণ করেন ? উত্তরঃ তৎকালীন রেসকোর্স র্ময়দানে
  • বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কী উত্তরঃ তারামন বিবি ও সিতারা বেগম
  • মুক্তি যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রর্দশন ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরুপ মুক্তিযোদ্ধের বীরত্ব সূচক খেতাব নিম্নের কোন তারিখে দেওয়া হয় ? উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭৩
  • ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে ছিল ১৯৭১ সালের ডিসেম্বর মাসের ? উত্তরঃ ০৬ তারিখে
  • স্বধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করে কত জন ? উত্তরঃ ৪ জন
  • ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল ? উত্তরঃ বৃহস্পতিবার
  • শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর ? উত্তরঃ ২৬ মার্চ রাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্দ হয় কবে ? উত্তরঃ ৩০ মার্চ ১৯৭১
  • মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকা কোনটি ? উত্তরঃ জয়বাংলা
  • নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণা রয়েছে ? উত্তরঃ বাংলাদেশ ও যুক্তরাজ্য
  • প্রবসী সরকার স্বাধীনতা ঘোষণাপত্র কে পাঠ করেন ? উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী
  • বাংলাদেশের স্বাধীনতা ঘোষনাপত্র পাঠ করা হয় ? উত্তরঃ মুজিব নগর হতে
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল ?উত্তরঃ মেহের পুরে
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজদধানীর নাম ? উত্তরঃ মুজিবনগর
  • বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন ? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ম প্রধানমন্ত্রী কে ছিলেন ? উত্তরঃ তাজউদ্দীন আহমেদ
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত দার্শনিক শহীদ হন ? উত্তরঃ ক.জি.সি দেব
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যেমে কোন পাশ্চত্য শিল্পী বিশেষ ভুমিকা রেখেছিলেন ? উত্তরঃ জর্জ হ্যারিসন
  • রবি শংকর একজন বিখ্যাত ? উত্তরঃ সেতার বাদক
  • ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে যে দেশ বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল ? উত্তরঃ সোভেয়েত ইউনিয়ন
  • বালাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম ? উত্তরঃ যশোর
  • কোন আন্তজাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসাবে আখ্যা দেয় ? উত্তরঃ নিউজ উইক
  • বাংলাদেশের প্রথম অধিকার আদায়ের আন্দোলন কোনটি? উঃ ভাষা আন্দোলন।
  • আগরতলা মামলাকে কী বলে অভিহিত করা হয়? উঃ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান।
  • আগরতলা মামলার আসামী কতজন ছিলেন? উঃ ৩৫ জন।
  • গণ অভ্ভুত্থান কাকে কেন্দ্র করে গড়ে উঠে? উঃ আগরতলা মামলা।
  • ৭০’এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কে ছিলেন? উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন? উঃ তোফায়েল আহমেদ।
  • বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কোথায় দেয়া হয়? উঃ রেসকোর্স ময়দানে।
  • বাঙালি জাতির মুক্তির সনদ কী? উঃ ছয় দফা আন্দোলন।
  • পূর্ববাংলা ‘বাংলাদেশ’ নাম পায় কত সালে? উঃ ১৯৬৯ সালে।
  • অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিলেন? উঃ ইয়াহিয়া খান।
  • রাজাকার বাহিনী কে গঠন করেন? উঃ মওলানা এ কে এম ইউসুফ।
  • মুক্তিযুদ্ধের স্লোগান কী? উঃ জয় বাংলা।
  • মার্ক টলী কীসের সাংবাদিক? উঃ বিবিসি।
  • হানাদার বাহিনীদের যুদ্ধবন্দী হিসেবে কোথায় রাখা হয়েছিল? উঃ ঢাকা সেনানিবাসে।
  •  অপারেশন জ্যাকপট কতটি জাহাজ ধ্বংস করে? উঃ ৬০টি।
  • জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? উঃ ২ মার্চ, ১৯৭১।
  • জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? উঃ আ স ম আব্দুর রব।
  • জাতীয় পতাকা প্রথম কীথায় উত্তোলিত হয়? উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
  • বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন কতজন? উঃ ৭ জন।
  • বীরশ্রেষ্ঠ উপাধি প্রাপ্ত সকলে কীসের সদস্য? উঃ সশস্ত্র বাহিনীর।
  • বীর উত্তম উপাধি লাভ করেন কতজন? উঃ৬৮ জন।
  • বীর বিক্রম উপাধি লাভ করেন কতজন? উঃ ১৭৫ জন।
  • বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন? উঃ ৪২৬ জন।
  • মোট বীরত্বসূচক উপাধি লাভ করেন কতজন? উঃ ৬৭৬ জন।
  • নারী হিসেবে বীরত্বসূচক উপাধি লাভ করেন কতজন? উঃ ২ জন।।
  • কতজন হানাদার সেনা আত্মসমর্পন করে? উঃ ৯৩ হাজার জন।
  • কোন বীরশ্রেষ্ঠের কবর নেই? উঃ রুহুল আমিন।
  • মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে হয়? উঃ ১৯ মার্চ, ১৯৭১.
  • মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কারা করে? উঃ ইপিআর।
  • মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? উঃ গাজীপুরে।
  • বঙ্গবন্ধু জাতির জনক হিসেবে ঘোষিত হন কবে? উঃ ১৯ মার্চ, ১৯৭১।
  • বাংলাদেশের প্রথম নির্বাচন হয় কবে? উঃ ৭ই মার্চ, ১৯৭৩।
  • সাইমন ড্রিং কোন দেশী সাংবাদিক? উঃ ব্রিটিশ সাংবাদিক।
  • বীরত্বসূচক উপাধি প্রাপ্ত বিদেশী নাগরিক কোন দেশী? উঃ ডাচ।
  • বীরত্বসূচক উপাধি প্রাপ্ত সর্বকনিষ্ট যোদ্ধার বয়স কত? উঃ ১২ বছর।
  • মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনীত নাম কী ছিল? উঃ এম.এফ।
  • বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন কবে? উঃ ১০ জানুয়ারি, ১৯৭২৷
  • বাংলাদেশকে ‘তলাহীন ঝুড়ি’ বলেছিলেন কে? উঃ মার্কিন প্রেসিডেন্ট নিক্সন। ।
  • মুক্তিযুদ্ধের প্রধান কৌশল কী? উঃ গেরিলা আক্রমণ।


  • এক নজরে মুক্তিযুদ্ধ বিষয়ক আরো কিছু সাধারণ জ্ঞান 
  • প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
  • ___উঃ বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
  • প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
  • ___উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
  • প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
  • ____উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
  • প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
  • ____উঃ আ স ম আব্দুর রব।
  • প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
  • ____উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
  • প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
  • ____উঃ ২৬ মার্চ, ১৯৭১।
  • প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
  • ____উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
  • ____উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
  • ____উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
  • প্রশ্ন: শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
  • ____উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
  • প্রশ্ন: শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
  • ____উঃ ১০ জানুয়ারী ১৯৭২।
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
  • ____উঃ বীরউত্তম।
  • প্রশ্ন: এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?
  • ____উঃ জেনারেল ইয়াহিয়া খান।
  • প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
  • ____উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
  • ____উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
  • ____উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
  • ____উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
  • ____উঃ ৬ জন।
  • প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
  • ____উঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
  • প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
  • ____উঃ বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
  • প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
  • ____উঃ তাজউদ্দিন আহম্মেদ।
  • প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
  • ____উঃ এম, মনসুর আলী।
  • প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
  • ____উঃ তাজউদ্দিন আহম্মেদ।
  • প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
  • ____উঃ শেখ মুজিবর রহমান।
  • প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
  • ____উঃ সৈয়দ নজরুল ইসলাম।
  • প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
  • ____উঃ অধ্যাপক ইউসুফ আলী।
  • প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
  • ____উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
  • প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
  • ____উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
  • প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
  • ____উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
  • প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
  • ____উঃ এম হোসেন আলী।
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
  • ____উঃ ১৮ এপ্রিল কলকতায়।
  • প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
  • ____উঃ ১১ টি।
  • প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
  • ____উঃ ১০ নং সেক্টর।
  • প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
  • ____উঃ ৭ জন।
  • প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
  • ____উঃ ৬৯জন।
  • প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
  • ____উঃ ১৭৫জন।
  • প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
  • ____উঃ ৪২৬ জন।
  • প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
  • ____উঃ ৬৭৬ জন।
  • প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
  • ____উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
  • প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
  • ____উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
  • প্রশ্ন: সমপ্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
  • ____উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
  • প্রশ্ন: বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
  • ____উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
  • প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
  • ____উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর
  • কোথায় ছিল?
  • ____উঃ ভারতের আমবাসা এলাকায়।
  • প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
  • ____উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
  • প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
  • ____উঃ মাদার মারিও ভেরেনজি।
  • প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
  • ____উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
আরো পড়ুন 



গুরত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ে নিন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর

নিয়োগ পরিক্ষার জন্য ১০০% কমন মুক্তিযুদ্ধ এক সাথে, যেকোন চাকরির পরীক্ষায় বার বার আসা কিছু গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ ব্যাংক বিসিএস সরকারি চাকরির জন্য কমন উপযোগী গুরুত্বপূর্ণ, নিয়োগ পরিক্ষা আসা গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ এক সাথে

একনজরে বঙ্গবন্ধু; গুরুত্বপূর্ণ ভাইভা ও প্রশ্ন

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন ও উত্তর

ভাইভা বোর্ডে অবশ্য পালনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট সমূহ

Recent Posts Widget