বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
- ১.প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
- উত্তর : অপারেশন সার্চ লাইট
- ২.প্রশ্ন : শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
- উত্তর : ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।
- ৩.প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
- উত্তর : ১১প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না ?
- উত্তর : ১০ নং সেক্টর।
- ৪.প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
- উত্তর : ৭ জন।
- ৫. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
- উত্তর : ৬৯ জন।
- ৬.প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
- উত্তর : ১৭৫জন।
- ৭.প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
- উত্তর : ৪২৬ জন।
- ৮.প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
- উত্তর : ৬৭৬ জন।
- ৯.প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- উত্তর : রেসকোর্স ময়দানে।
- ১০.প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে ?
- উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
- ১১.প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
- উত্তর : বিপ্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
- উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
- ১২.প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
- উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
- ১৩.প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
- উত্তর : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
- ১৪.প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
- উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
- ১৫.প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
- উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।
- ১৬.প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
- উত্তর : আ স ম আব্দুর রব।
- ১৭.প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
- উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
- ১৮.প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
- উত্তর : ২৬ মার্চ, ১৯৭১।
- ১৯.প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
- উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
- ২০.প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
- উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
- ২১.প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
- উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
- ২২.প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
- উত্তর : ১০ জানুয়ারী ১৯৭২।
- ২৩.প্রশ্ন : এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
- উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।
- ২৪.প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
- উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
- ২৫.প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
- উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
গুরত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ে নিন
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
একনজরে বঙ্গবন্ধু; গুরুত্বপূর্ণ ভাইভা ও প্রশ্ন
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন ও উত্তর
- ২৬.প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
- উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
- ২৭.প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
- উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
- ২৮.প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
- উত্তর : ৬ জন।
- ২৯.প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
- উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।
- ৩০.প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
- উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
- ৩১.প্রশ্ন : কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
- উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
- ৩২.প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
- উত্তর : এম, মনসুর আলী।
- ৩৩.প্রশ্ন : মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
- উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
- ৩৪.প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- উত্তর : শেখ মুজিবর রহমান।
- ৩৫.প্রশ্ন : মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
- উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
- ৩৬.প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
- উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।
- ৩৭.প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
- উত্তর : মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
- ৩৮.প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
- উত্তর : ১৮ এপ্রিল, ১৯৭১।
- ৩৯.প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
- উত্তর : ক্যাপ্টেন এ কে খন্দকার।
- ৪০.প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
- উত্তর : এম হোসেন আলী।
- ৪১.প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
- উত্তর : ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
- ৪২.প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
- উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
- ৪৩.প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
- উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
- ৪৪.প্রশ্ন : দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
- উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
- ৪৫.প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
- উত্তর : মাদার মারিও ভেরেনজি।
- ৪৬.প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
- উত্তর : হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
- ৪৭.প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
- উত্তর : শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
- ৪৮.প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
- উত্তর : ২১ নভেম্বর, ১৯৭১।
- ৪৯.প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
- উত্তর : ০৬ ডিসেম্বর, ১৯৭১।
- ৫০.প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
- উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
- ৫১.প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
- উত্তর : আবদুস সাত্তার।
- ৫২.প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?
- উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ৫৩.প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
- উত্তর : দুই নম্বর সেক্টর
- ৫৪.প্রশ্ন : অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
- উত্তর : ইয়াহিয়া খান
- ৫৫.প্রশ্ন : সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
- উত্তর : শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
- ৫৬.প্রশ্ন : ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল?
- উত্তর : প্রায় দশ লক্ষ
- ৫৭.প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
- উত্তর : এম. মনসুর আলি।
- ৫৮.প্রশ্ন : সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
- উত্তর : এম এফ
- ৫৯.প্রশ্ন : রাজাকার বাহিনি গঠন করেন কে?
- উত্তর : মওলানা এ কে এম ইউসুফ
- ৬০.প্রশ্ন : ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
- উত্তর : ৩রা নভেম্বর
- ৬১.প্রশ্ন : মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- উত্তর : সেগুনবাগিচা
- ৬২.প্রশ্ন : কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
- উত্তর : জুলফিকার আলী ভুট্ট
- ৬৩.প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
- উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ৬৪.প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
- উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই
- ৬৫.প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- উত্তর : ১১টি সেক্টরে
- ৬৬.প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- উত্তর : ১৪ ডিসেম্বর
- ৬৭.প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
- উত্তর : প্রায় ৩০ লাখ
- ৬৮.প্রশ্ন : মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
- উত্তর : চারটি
- ৬৯.প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
- উত্তর : ‘জয় বাংলা’।
- ৭০.প্রশ্ন : যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
- উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর
- ৭১.প্রশ্ন : আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
- উত্তর : ১০নং সেক্টরে
- ৭২.প্রশ্ন : শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
- উত্তর : গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
- ৭৩.প্রশ্ন : শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
- উত্তর : ২৩ মার্চ ১৯৬৬
- ৭৪.প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- উত্তর : সৈয়দ নজরুল ইসলাম
- ৭৫.প্রশ্ন : ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
- উত্তর : মেজর খালেদ মোশারফ
- ৭৬.প্রশ্ন : মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
- উত্তর : মুক্তিফৌজ
- ৭৭.প্রশ্ন : কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
- উত্তর : ৩ মার্চ ১৯৭১
- ৭৮.প্রশ্ন : কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
- উত্তর : ৭ ই মার্চ ১৯৭৩
- ৭৯.প্রশ্ন : বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
- উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১
- ৮০.প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
- উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- ৮১.প্রশ্ন : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- উত্তর : তাজউদ্দিন আহমেদ
- ৮২.প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?
- উত্তর : যশোর
- ৮৩.প্রশ্ন : মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
- উত্তর : যুক্তরাজ্য
- ৮৪.প্রশ্ন : কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
- উত্তর : ১৪ই ডিসেম্বর
- ৮৫.প্রশ্ন : শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
- উত্তর : ভারত সরকার
- ৮৬.প্রশ্ন : মার্ক টলী কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক?
- উত্তর : বিবিসি
- ৮৭.প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
- উত্তর : ব্রিটিশ সাংবাদিক
- ৮৮.প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
- উত্তর : ডাচ
- ৮৯.প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
- উত্তর : ৩ টি
- ৯০.প্রশ্ন : আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
- উত্তর : ঢাকা সেনানিবাসে।
- ৯১.প্রশ্ন : ‘বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
- উত্তর : ৭ই মার্চের ভাষন
- ৯২.প্রশ্ন : সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ ?
- উত্তর : আইভরি কোস্ট
- ৯৩.প্রশ্ন : কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
- উত্তর : মেজর জেনারেল জ্যাকব
- ৯৪.প্রশ্ন : ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
- উত্তর : জুলফিকার আলী ভুট্টো
- ৯৫.প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
- উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- ৯৬.প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
- উত্তর : যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
- ৯৭.প্রশ্ন : এম ভি সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
- উত্তর : ৩রা মার্চ
- ৯৮.প্রশ্ন : অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে ?
- উত্তর : ৬০টি।
- ৯৯.প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
- উত্তর : ১৮ এপ্রিল কলকাতায়।
আরো কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: জহির রায়হান
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: যশোর।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: বীরউত্তম।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ১১ টি।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ১২ বছর।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: বীর প্রতীক।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: অ্যালেন গিনসবার্গ
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: নাটোরে
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: এম, মনসুর আলী।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: শেখ মুজিবর রহমান।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ৭ জন।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ৬৯জন।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ১৭৫জন।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ৪২৬ জন।
![✅](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/tba/1.5/16/2705.png)
উত্তর: ৬৭৬ জন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে চাকরির পরিক্ষায় বারবার আশা প্রশ্ন ও উত্তর
- প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
- উত্তর : ৬৭ জন ( আগে ছিল ৬৮)
- প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
- উত্তর : ১৭৪জন। (আগে ছিল ১৭৫)
- প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
- উত্তর : ৪২৪জন।( আগে ছিল ৪২৬)
- প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
- উত্তর : ৬৭২ জন। ( আগে ছিল ৬৭৬ জন। মোট ৪ জনের পদ স্থগিত করা হয়েছে।)
- প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- উত্তর : রেসকোর্স ময়দানে।
- প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে ?
- উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
- প্রশ্ন : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
- উত্তর : অপারেশন সার্চ লাইট
- প্রশ্ন : শেখ মজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
- উত্তর : ২৫ মার্চ, ১৯৭১ সালে, মধ্যরাতে।
- প্রশ্ন : মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
- উত্তর : ১১ টি।
- প্রশ্ন : কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না ?
- উত্তর : ১০ নং সেক্টর।
- প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
- উত্তর : ৭ জন।
- আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ও লেখক
- প্রশ্ন : আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
- উত্তর : বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমসিকিউ পড়তে ক্লিক করুন।
- প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?
- উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?
- উত্তর : বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
- প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
- উত্তর : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
- প্রশ্ন : প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
- উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
- প্রশ্ন : প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
- উত্তর : ২ ই মার্চ, ১৯৭১।
- প্রশ্ন : সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
- উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন : বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
- উত্তর : ১০ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন : বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
- উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
- উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
- উত্তর : ৬ জন।
- প্রশ্ন : বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
- উত্তর : মেহেরপুর জেলার মুজিবনগরে।
- প্রশ্ন : মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
- উত্তর : বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
- প্রশ্ন : কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
- উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
- প্রশ্ন : মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
- উত্তর : এম, মনসুর আলী।
- প্রশ্ন : বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
- উত্তর : আ স ম আব্দুর রব।
- প্রশ্ন : কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
- উত্তর : ৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
- প্রশ্ন : চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
- উত্তর : ২৬ মার্চ, ১৯৭১।
- প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
- উত্তর : চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
- প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
- উত্তর : ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
- প্রশ্ন : মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
- উত্তর : ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
- প্রশ্ন : শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
- উত্তর :০৮ জানুয়ারী ১৯৭২।
- প্রশ্ন : এ দেশের মাটি চাই, মানুষ নয়। এ উক্তি কার?
- উত্তর : জেনারেল ইয়াহিয়া খান।
- প্রশ্ন : মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
- উত্তর : তাজউদ্দিন আহম্মেদ।
- প্রশ্ন : মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- উত্তর : শেখ মুজিবর রহমান।
- প্রশ্ন : মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
- উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
- প্রশ্ন : মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
- উত্তর : অধ্যাপক ইউসুফ আলী।
- প্রশ্ন : মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
- উত্তর : মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
- প্রশ্ন : জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
- উত্তর : ১৮ এপ্রিল, ১৯৭১।
- প্রশ্ন : প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
- উত্তর : এম হোসেন আলী।
- প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
- উত্তর : ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
- প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
- উত্তর : ০৬ ডিসেম্বর, ১৯৭১।
- প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
- উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
- প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
- উত্তর : আবদুস সাত্তার।
- প্রশ্ন :
- প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল?
- উত্তর : দুই নম্বর সেক্টর
- প্রশ্ন : অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
- উত্তর : ইয়াহিয়া খান
- প্রশ্ন : সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
- উত্তর : শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
- প্রশ্ন : ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল?
- উত্তর : প্রায় দশ লক্ষ
- প্রশ্ন : মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
- উত্তর : এম. মনসুর আলি।
- প্রশ্ন : সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
- উত্তর : এম এফ
- প্রশ্ন : কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
- উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
- প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
- উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
- প্রশ্ন : দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
- উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
- প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
- উত্তর : মাদার মারিও ভেরেনজি।
- প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
- উত্তর : হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
- প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
- উত্তর : শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
- প্রশ্ন : ভারতউত্তর : বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
- উত্তর : ২১ নভেম্বর, ১৯৭১।
- প্রশ্ন : রাজাকার বাহিনি গঠন করেন কে?
- উত্তর : মওলানা এ কে এম ইউসুফ
- প্রশ্ন : ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
- উত্তর : ৩রা নভেম্বর
- প্রশ্ন : মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
- উত্তর : সেগুনবাগিচা
- প্রশ্ন : কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
- উত্তর : জুলফিকার আলী ভুট্ট
- প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন?
- উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- প্রশ্ন : মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
- উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই
- প্রশ্ন : শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
- উত্তর : গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
- প্রশ্ন : শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
- উত্তর : ২৩ মার্চ ১৯৬৬
- প্রশ্ন : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- উত্তর : সৈয়দ নজরুল ইসলাম
- প্রশ্ন : ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন?
- উত্তর : মেজর খালেদ মোশারফ
- প্রশ্ন : মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল?
- উত্তর : মুক্তিফৌজ
- প্রশ্ন : কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা করা হয় ?
- উত্তর : ৩ মার্চ ১৯৭১
- প্রশ্ন : কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
- উত্তর : ৭ ই মার্চ ১৯৭৩
- প্রশ্ন : বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
- উত্তর : ১৭ এপ্রিল, ১৯৭১
- প্রশ্ন : মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
- উত্তর : ১১টি সেক্টরে
- প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
- উত্তর : ১৪ ডিসেম্বর
- প্রশ্ন : মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
- উত্তর : প্রায় ৩০ লাখ
- প্রশ্ন : মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
- উত্তর : চারটি
- প্রশ্ন : মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
- উত্তর : ‘জয় বাংলা’।
- প্রশ্ন : যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে?
- উত্তর : ১৯৭১ সালের ২১ নভেম্বর
- প্রশ্ন : আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল?
- উত্তর : ১০নং সেক্টরে
- প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
- উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- প্রশ্ন : মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- উত্তর : তাজউদ্দিন আহমেদ
- প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি ?
- উত্তর : যশোর
- প্রশ্ন : মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল?
- উত্তর : যুক্তরাজ্য
- প্রশ্ন : কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
- উত্তর : ১৪ই ডিসেম্বর
- প্রশ্ন : শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
- উত্তর : ভারত সরকার
- প্রশ্ন : মার্ক টলী কোন সংবাদ মাধ্যমের সাংবাদিক?
- উত্তর : বিবিসি
- প্রশ্ন : সাইমন ড্রিং কে ছিলেন?
- উত্তর : ব্রিটিশ সাংবাদিক
- প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের?
- উত্তর : ডাচ
- প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
- উত্তর : ৩ টি
- প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
- উত্তর : যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
- প্রশ্ন : এম ভি সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
- উত্তর : ৩রা মার্চ
- প্রশ্ন : অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে ?
- উত্তর : ৬০টি।
- প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
- উত্তর : ১৮ এপ্রিল কলকাতায়।
- প্রশ্ন : আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
- উত্তর : ঢাকা সেনানিবাসে।
- প্রশ্ন : ‘বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত?
- উত্তর : ৭ই মার্চের ভাষন
- প্রশ্ন : সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’ ?
- উত্তর : আইভরি কোস্ট
- প্রশ্ন : কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
- উত্তর : মেজর জেনারেল জ্যাকব
- প্রশ্ন : ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত?
- উত্তর : জুলফিকার আলী ভুট্টো
- প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার নাম জড়িত?
- উত্তর : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
গুরত্বপূর্ণ প্রশ্ন গুলো পড়ে নিন
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গুরত্বপুর্ন প্রশ্ন ও উত্তর
একনজরে বঙ্গবন্ধু; গুরুত্বপূর্ণ ভাইভা ও প্রশ্ন
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বপূর্ণ ভাইভা প্রশ্ন ও উত্তর
No comments:
Post a Comment