KVA কি?
উত্তরঃ যে Device গুলো পাওয়ারের Level Change করে অর্থাৎ এক Level থেকে আরেক Level এ power দেয় সেই Device গুলোর Rating KVA (Kilo Volt Ampere) এ প্রকাশ করা হয় ।
KW কি?
উত্তরঃ যে Device গুলো Power Congume করে বা ব্যয় করে সেই Device গুলোর Rating KW (Killo-Watt) এ প্রকাশ করা হয়।
Transformer এর Rating KVA তে প্রকাশ করা হয় কেন?
উত্তরঃ Transformer এর Rating KW এ প্রকাশ করতে গেলে আমাদের অবশ্যই Power Factor(pf) এর মান জানতে হবে এবং Transformer এর Rating সব সময় Voltage & Current এর উপর নির্ভর করে কিন্তু pf এর উপর নির্ভর করে না তাই Transformer এর Rating KVA তে প্রকাশ করা হয়।
3 Types of AC Electric Power
- Active Power --> KW ( KW= K×V×A×CosØ)
- Reactive Power --> KVAR ( KVAR = K×V×A×SinØ)
- Apparent Power --> KVA (KVA = K×V×A)
3 Types of Electric Load
- Resistive Load --> pf=1
- Inductive Load --> Laging pf (কমবে pf)
- Capacitive Load --> Leading pf (বাড়বে pf)
Loss:
- Copper loss
- Core loss/ Iron Loss(Depends of Voltage)
- Eddy Current loss = i2R (For Transformer)
- Hystoresis loss = intregration of ei dt = intregration of Ni dØ ( e= N dØ/dt)
উইকিপিডিয়া ও ইন্টারনেট হতে তথ্য, ছবি সংগৃহীত
No comments:
Post a Comment