Friday, December 1, 2023

Type of Transformer এবং এর বৈশিস্ট্য Type of Transformer এবং এর বৈশিস্ট্য

 Transformer : Generation --> Transmission --> Distribution প্রতিটি ক্ষেত্রে Transformer আবশ্যক ।

Type of Transformer:

  1. According to Construction
  2. According to Core Medium
  3. According to Voltage Level
  4. According to type of supply
  5. According to their use
  6. According to Instrument Transformer
  7. According to the place of use.

1. According to Construction

  • Core type transformer --> 1-Ø, 3-Ø
  • Sell type transformer --> 1-Ø, 3-Ø

2. According to Core Medium

  • Air Core transformer --> use Radio frequency
  • Iron Core transformer
  • Ferrite Core transformer

3. According to Voltage Level

  • Step up transformer --> Use Power Generation
  • Step down transformer --> Use Power Distribution

4. According to type of supply

  • Single phase Transformer
  • Three phase Transformer

5. According to their use

  • Power Transformer --> Generation Transformer
  • Distribution Transformer --> Subscriber Transformer
  • Instrument Transformer --> Use Substation

6. According to Instrument Transformer

  • Current Transformer(CT)
  • Potential Transformer (PT)

7. According to the place of use.

  • Indoor Transformer
  • Outdoor Transformer
  • Pole mounted Transformer

 

Transformer এর  বৈশিস্ট্য ঃ

  1. উভয় কয়েলে উৎপন্ন Voltage এর Frequency সব সময় সমান থাকে ।
  2. কয়েল দ্বয় কোন রুপ বৈদ্যুতিক সংযোগ ছাড়া বৈদ্যুতিক পাওয়ার স্থানান্তর করে থাকে।
  3. কয়েল দ্বয়ের Voltage & Current এর পরিমাণ এর প্যাঁচের সংখ্যা এবং সাইজের উপর নির্ভর করে।
  4. উভয় কয়েলের KVA Power সব সময় সমান থাকে।
  5.  Transformer একটি স্থির Device. Transformer Ferade's Electro Induction নীতি অনুসরণ করে কাজ করে।

 

Transformer Ratio: a = n1/n2 = v1/v2 =I2/I1

Where a = Trans ratio of Transformer

            n1 = Number of turns on Primary Coil

            n2 = Number of turns on Secondary Coil

            v1 = Primary Voltage

            v2 = Secondary Voltage

            I1 = Primary Current

            I= Secondary Current

            Øm = Magnetic Flax 

 

১। ট্রান্সফরমার কি ?

ট্রান্সফরমার এমন একটি বৈদ্যুতিক স্থির ডিভাইস যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকুয়েন্সী পরিবর্তন না করে কোন প্রকার বৈদ্যুতিক সংযোগ ছাড়া শুধু মাত্র চুম্বকীয় ভাবে সংযুক্ত দুইটি কয়েলে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কমিয়ে বা বাড়িয়ে এক সার্কিট হতে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা হয় তাই ট্রান্সফরমার।

ট্রান্সফরমার তিন প্রকার যথা-

১। কোর টাইপ

২। শেল টাইপ

৩। স্পাইরাল কোর টাইপ

কার্যপ্রণালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে তিন ভাগে ভাগ করা হয়েছে-

১। স্টেপ আপ ট্রান্সফরমার

২। স্টেপ ডাউন ট্রান্সফরমার

৩। ওয়ান টু ওয়ান ট্রান্সফরমার

প্রয়োগের উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে চার ভাগে ভাগ করা হয়েছে-

১। পাওয়ার ট্রান্সফরমার

২। ডিষ্ট্রিবিউশন ট্রান্সফরমার

৩। অটো ট্রান্সফরমার

৪। ইনস্টুমেন্ট ট্রান্সফরমার

ইনস্টুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার-

১। কারেন্ট ট্রান্সফরমার

২। পটেনশিয়াল ট্রান্সফরমার

স্থাপন প্রনালীর উপর ভিত্তি করে ট্রান্সফরমারকে তিন ভাগে ভাগ করা হয়েছে-

১। ইনডোর টাইপ ট্রান্সফরমার

২। আউটডোর টাইপ ট্রান্সফরমার

৩। পোল মাউন্টেড ট্রান্সফরমার

ফ্রিকোয়েন্সী অনুযায়ী দুই প্রাকার-

১। অডিও ফ্রিকোয়েন্সী ট্রান্সফরমার

২। রেড়িও ফ্রিকোয়েন্সী ট্রান্সফরমার

২। ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস ?

উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস।

৩। বুখলজ রিলে কোথায় থাকে ?

উত্তরঃ ট্রান্সফরমারের ট্যাঙ্ক ও কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে লাগানো থাকে।

৪। ট্রান্সফরমেশন রেশিও বলতে কি বুঝায় ?

উত্তরঃ ট্রান্সফরমারের প্রাইমারী ও সেকেন্ডারী পার্শ্বের উৎপন্ন ভোল্টেজ এবং কারন্ট, ওয়াল্ডিং এর পাক সংখ্যার সাথে যা নির্দিষ্ট অনুপাত মেনে চলে তাকে ট্রান্সফরমেশন রেশিও বলে।

৫। ট্রান্সফরমার লস দুই প্রাকার-

কোর লস

কাপার লস

৬। কোর লস আবার দুই প্রকার-

এডি কারেন্ট লস

হিসটেরিসিস লস

৭। তিন ফেজ ট্রান্সফরমারের সংযোগের বিভিন্ন পদ্ধতি গুলো হল-

ষ্টার- ষ্টার

ডেল্টা- ডেল্টা

ডেল্টা- ষ্টার

ষ্টার- ডেল্টা

উইকিপিডিয়া ও ইন্টারনেট হতে তথ্য, ছবি সংগৃহীত 


 

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট সমূহ

Recent Posts Widget