Tuesday, December 12, 2023

ক্যাবল কত প্রকার ও কি কি?

 ক্যাবল কত প্রকার ও কি কি?

যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তাদের জন্য বিশেষ শুরুত্বপূর্ণ হবে। আর যারা নিজেকে বড় লেভেলের ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার ভাবেন তাদের কাছে হতে পারে অত্যন্ত বেসিক।

আপনার মনে রাখা উচিৎ আমি আপনাদের ইলেকট্রিক টেকনিশিয়ান এর কোর্স করাছি, বড় লেভেলের ইলেকটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কোর্স নয়। যাদের কাছে আমার লেখা খারাপ লাগে তারা যেন এখনি আমার সাইট থেকে বের হয়ে যায়। আর যাদের আমার লেখা ভালো লাগে তারা নিচে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনেনি ক্যাবল কত প্রকার ও কি কি?

 

 

 No photo description available.

 

 


ক্যাবল কি কাকে বলে :

ওয়্যার বা ক্যাবল বলতে আমরা বুঝি বৈদ্যুতিক পরিবাহী তার যা তৈরী হয় কপার, অ্যালুমিনিয়ম, ফাইবার ম্যাটেরিয়াল দিয়ে। যার ভেতর দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহিত হয়ে থাকে, পাওয়ার শক্তি চলাচল করে। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্র হিসাবে ক্যাবল বা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্যাবলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তির সকল ডেটা ট্রান্সমিট হয়ে থাকে বা যোগাযোগ স্থাপন করে।


ক্যাবল কত প্রকার ও কি কি :

ইলেকট্রিক ক্যাবল প্রথমত তিন প্রকার হয়ে থাকে, যেমন-

কপার ওয়্যার ক্যাবল :

সাধারণত কপার বলতে আমরা তামার তারকে বুঝে থাকি। তামা হলো সব থেকে ভালো বিদ্যুৎ পরিবাহী ধাতব। তাই ইলেকট্রিক ক্যাবলে কপার ধাতব ব্যবহার হয়ে থাকে যা আমরা ইলেকট্রিক হাউস ওয়্যারিং এর কাজে নিজের বাড়ীতে ও ইন্ড্রাস্ট্রিতে ব্যবহার করে থাকি। যা অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক চেকশই ও ভালো বিদ্যুৎ পরিবাহী হিসাবে কাজ করে।

অ্যালুমিনিয়াম ওয়্যার ক্যাবল :

বর্তমানে তামার তারের বিকল্প হিসাবে অ্যালুমিনিয়াম ধাতব ব্যবহার করে যে ক্যাবল তৈরী করা হয়ে থাকে তাকে অ্যালুমিনিয়াম ক্যাবল বলা যায়। অ্যালুমিনিয়াম তার দামে সস্তা হওয়ায় মেইন লাইনে, সরকারী-বেসরকারী লাইনে এখন বাসা বড়িতে ইন্ড্রাস্ট্রিতে অ্যালুমিনিয়াম ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে।

অপটিক্যাল ফাইবার ক্যাবল :

যে কেবল আলোর উপর নির্ভর করে ডেটা ট্রান্সফার করে থাকে যা সরু তার বা প্লাস্টিকের মত পাতলা কাচের দ্বারা তৈরী তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। অপটিক্যাল ফাইবার ক্যাবল দ্বারা উচ্চ গতিতে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে। যেমন- ইন্টারনেট, নেটওর্য়াকিং ডেটা ট্রান্সফার ইত্যাদি। সাধারণত সকল নেটওয়ার্কিং জনিত কাজের এধরণের ক্যাবল ওয়্যার ব্যবহার করা হয়ে থাকে।

বিভিন্ন ধরণের ক্যাবল ওয়্যার :

ফ্লেক্সিবল ক্যাবল।

ভল্কানাইজড ক্যাবল।

আনশোল্ড টুইস্টেড ক্যাবল।

অপটিক্যাল ফাইবার ক্যাবল।

ডিটিএইচ ক্যাবল।

পলিভিনাইল ক্যাবল।

কোএক্সিয়াল ক্যাবল।

টুইস্টেট পেয়ার ক্যাবল।

ক্যাবল এর কাজ কি :

এককথায় ক্যাবল এর প্রধান কাজ বলতে গেলে তড়িৎ শক্তি প্রবাহ করা। সেটা হতে পারে কপার ক্যাবল, অ্যালুমিনিয়াম ক্যাবল, অপটিক্যাল ফাইবার ক্যাবল ইত্যাদি। শুধু একটাই পার্থক্য সেটা হলো কপার ও অ্যালুমিনিয়াম ক্যাবলে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হয় আর অপটিক্যাল ফাইবার ক্যাবলে ডেটা টান্সমিট করা হয়ে থাকে। তাই কপার ও অ্যালুমিনিয়াম ক্যাবল ব্যবহার করা হয় ইলেকট্রিক বিদ্যুৎ শক্তি ট্রান্সফার করার কাজে। আর অপটিক্যাল ফাইবার ক্যাবল ব্যবহার করা হয় নেটওয়ার্কিং জনিত সকল কাজে যেমন- ইন্টারনেট, ডিস লাইন, ডিটিএইচ লাইন ইত্যাদি।

ক্যাবল এর RM কি :

ইলেকট্রিক ক্যাবল বা তারের ক্ষেত্রে rm বলতে বোঝায়- তারের যে কন্ডাক্টর টি আছে সেটি রাউন্ড হওয়া। আর.এম অর্থ হলো rm = Stranded Round Conductors, নিচে Stranded Round Conductors এর চিত্র ও তালিকা দেওয়া হয়েছে, আশা করছি বুঝতে পারবেন। তারের হিসাব জানতে, তারের সাইজ নির্নয় করতে, আর ক্যাবলের সাইজ নির্ণয় করতে rm = Stranded Round Conductors সম্পর্কে জানা প্রয়োজন।

No photo description available.
উইকিপিডিয়া ও ইন্টারনেট হতে তথ্য, ছবি সংগৃহীত

 

 

 

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট সমূহ

Recent Posts Widget