Friday, December 1, 2023

ইনসুলেটর কি? ইনসুলেটিং উপাদান গুলো কি কি? ফ্ল্যাশ ওভার কি?

 প্রশ্নঃ  ইনসুলেটর কি?

উত্তরঃ ইনসুলেটর হল এক ধরনের অপরিবাহী বস্তু যা ওভারহেড লাইনের কন্ডাক্টরকে ধরে রাখতে এবং পোল বা টাওয়ারের ক্রস আর্মসহ অন্যান্য ধাতব অংশ থেকে কন্ডাক্টরকে বিচ্ছিন্ন রাখতে ব্যবহার করা হয়। 

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বাসাবাড়ি বা অফিস পর্যন্ত বিদ্যুৎ পৌছাতে যতগুলো টাওয়ার , পোল বা খুটি ব্যবহার করা হয় প্রায় সব গুলোতেই বিভিন্ন ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়। এই সব লাইন ছাড়াও ট্রান্সফরমার সহ অনেক ইলেকট্রিক্যাল ইকুপমেন্টে ইনসুলেটর ব্যবহার করা হয়।

মূলত এসব ইনসুলেটরের কাজ হল লাইনের কন্ডাক্টর বা পরিবাহী তার গুলো যাতে একের সাথে অপরের বা আর্থের সংস্পর্শে আসতে না পারে সে জন্য ক্রস আর্ম , পোল বা টাওয়ার থেকে আলাদা করে রাখা।

প্রশ্নঃ ইনসুলেটিং উপাদান গুলো কি কি?

উত্তরঃ ইনসুলেটর তৈরী করতে যে সব উপাদান ব্যবহার করা হয় তাকে ইনসুলেটিং উপাদান বলে। সচরাচর ব্যবহৃত কয়েক ধরনের ইনসুলেটিং উপাদান হলঃ 

  1. পোসিলিন বা চীনামাটি (Porcelain)
  2. গ্লাস (Glass)
  3. স্টিয়েটাইট (Steatite)
  4. পাইরেক্স (Pyrex)

এই উপাদান গুলোর মধ্যে চীনামাটির ইনসুলেটরই বেশী পরিমাণে ব্যবহৃত হয়।

প্রশ্নঃ ফ্ল্যাশ ওভার কি?

উত্তরঃ ইনসুলেটরের চারপাশে বা ইনসুলেটরের উপরিভাগে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হল ফ্ল্যাশ ওভার। অর্থাৎ আমরা অনেক সময় হঠাৎ করে ইনসুলেটরের চারপাশে আগুনের ঝলক দেখতে পাই এবং খুব দ্রুত ডিসচার্জও হয়ে যায় এটিই মূলত ফ্ল্যাশ ওভার।

প্রশ্নঃ ইনসুলেটরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা কর ।  

উত্তরঃ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে বিভিন্ন ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ কয়েকটি  ইনসুলেটর হচ্ছেঃ 

  1. শ্যাকল বা ফিল বা স্পুল ইনসুলেটর ( Shaekle or fool or Spool Insulator )
  2. পিন ইনসুলেটর (Pin Insulator)
  3. সাসপেনশন ইনসুলেটর (Suspension Insulator)
  4. স্ট্রেইন ইনসুলেটর ( Strain Insulator)
  5. পোস্ট ইনসুলেটর (Post Insulator)
  6. স্টে বা গাই ইনসুলেটর (Stay or Guy Insulator) 

No comments:

Post a Comment

সাম্প্রতিক পোস্ট সমূহ

Recent Posts Widget