Sunday, December 24, 2023

Auto-Reclosure কি কাজ, আইসোলেটর কি, কি কাজ করে ইত্যাদি জানতে পড়ুন

 

Auto-Reclosure কি কাজ করে থাকে?

উত্তরঃ বর্তমান বিশ্বে বিদ্যুৎ শক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে আন্তঃসংযোগ ব্যবস্থার প্রসার ঘটেছে। প্রায় সকল দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা গ্রীড সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তঃসংযোগ ব্যবস্থায় কোন ত্রুটি দেখা দিলে দুই প্রান্তের সার্কিট ব্রেকার ট্রিপ করে এবং ত্রুটি মুক্ত না হওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকে, যা নিরবচ্ছিন্ন সরবরাহের ক্ষেত্রে কাম্য নয়। বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় ওভারহেড লাইনে অধিকাংশ ত্রুটি ট্রাঞ্জিয়েন্ট বা ক্ষণস্থায়ী প্রকৃতির। সমীক্ষায় দেখা গেছে প্রায় ৯০% ত্রুটি যেমনঃ ব্জ্রপাত, পাখি, গাছের শাখা-প্রশাখা ইত্যাদি সাময়িক ভাবে লাইনে পতনের ফলে সংঘটিত ত্রুটি কয়েক মুহুত পরে অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনাআপনি ঠিক হয়ে যায়। এক্ষেত্রে সাধারন সার্কিট ব্রেকারে ত্রুটি দেখা দেওয়া মাত্র ট্রিপ করে যায় এবং পরবর্তীতে ত্রুটি মুক্ত হলেও আপনা আপনি বা স্বয়ংক্রিয়ভাবে  সার্কিট ব্রেকার পুনঃসংযোগ স্থাপন করে না বরং পুনঃসংযোগের জন্য অপারেটরের হস্থক্ষেপের প্রয়োজন হয়। কাজেই উল্লেখিত অসুবিধা দূর করনের নির্মিতে এবং নিরবছিন্ন সরবরাহ ব্যবস্থার নিশ্চয়তা বিধান লক্ষে অটো-রিক্লোজার ব্যবহার করা হয়।

 

অটো-রিক্লোজার মূলত একটি সার্কিট ব্রেকার, যাতে নিদিষ্ট সময় অন্তর অন্তর নিদিষ্ট কয়েকবার অটো-রিক্লোজিং এর ব্যবস্থা রয়েছে। 

লাইনে কোন ত্রুটি দেখা দিলে এটি কিছু সময়ের ব্যবধানে (সাধারণত ০.৩ সেকেন্ড) লাইনকে বিচ্ছিন্ন ও পুনঃ সংযোগ করে থাকে। পর পর তিনবার এই প্রচেস্টা চালানোর পর ত্রুটিটি মুক্ত না হলে এটি লাইনকে পুনঃ সংযোগ করে না। এক্ষেত্রে রিক্লোজার পর পর তিনবার ওপেন থেকে ক্লোজ হওয়ার জন্য ১৫ থেকে ১২০ সেকেন্ড সময় নেয়। তিনবারের পরেও যদি ব্রেকার ট্রিপ করে তবে এধরনের সার্কিট ব্রেকার আগের মতই ওপেন হয়ে থাকবে এবং বন্ধ হবে না। তখন ধরে নেওয়া হয় যে, লাইনে কোন বড় ধরনের স্থায়ী ত্রুটি সংঘটিত হয়েছে। 

এক্ষেত্রে অপারেটরের উপস্থিতিতে লাইনের ত্রুটি নির্ধারণ ও মেরামত করে অটো-রিক্লোজার/সার্কিট ব্রেকার চালু করতে হয়। ক্ষণস্থায়ী ত্রুটি অটো-রিক্লোজার এর তিনবারের চেস্টায় আপনা আপনিই শেরে যায়। 

সাধারণত দুই ধরনের অটো-রিক্লোজিং ব্যবস্থার প্রচলন আছেঃ

১। সিঙ্গেল ফেজ অটো-রিক্লোজিং 

২। থ্রী ফেজ অটো-রিক্লোজিং 

 প্রশ্নঃ আইসোলেটর কি কাজ করে থাকে?

উত্তরঃ আইসোলেটর এমন একটি সুইচ, যাকে লোড বিহীন অবস্থায় অন বা অফ করতে হয়। এতে আর্ক নির্বাপণের বিশেষ কোন ব্যবস্থা থাকে না। সার্কিটে কারেন্ট প্রবাহ চলাকালে আইসোলেটর ওপেন করা যায় না। যদি সার্কিটে অতিরিক্ত লোড কারেন্ট থাকে এবং সে সময় আইসোলেটর খোলা হয়, তবে আর্ক এর সৃষ্টি হয় এবং আর্থে সহজেই ফ্ল্যাশ ওভার হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে পোলের ইন্সুলেটর ও আইসোলেটর কন্ট্রাকট ক্ষতি গ্রস্থ হয়। এমনকি আইসোলেটরের আগুন গিয়ে এটির পরিচালনাকারীকে আহত করতে পারে। 

 

আইসোলেটরের প্রকার ভেদ নিম্মরুপ ঃ

১। ভারটিক্যাল ব্রেক টাইপ আইসোলেটর

২। হরিজন্টাল ব্রেক টাইপ আইসোলেটর( সেন্ট্রাল ব্রেক বা ডাবল ব্রেক টাইপ আইসোলেটর)

৩। ভারটিক্যাল প্যান্টোগ্রাফ টাইপ আইসোলেটর

 

আইসোলেটর বা সার্কিট খোলা ও বন্ধ করার সময় করনীয়ঃ

(ক) আইসোলেটর বা সার্কিট খোলার সময় করনীয়ঃ

প্রথমেই সার্কিট ব্রেকার ওপেন করতে হবে

তারপর আইসোলেটর ওপেন বা অফ করতে হবে

অবশেষে আরথিং সুইচ বন্ধ করতে হবে (যদি থাকে) 

(খ) আইসোলেটর বা সার্কিট বন্ধ করার সময় করনীয়ঃ

প্রথমেই আরথিং সুইচ ওপেন করতে হবে (যদি থাকে) 

তারপর আইসোলেটর বন্ধ করতে হবে

অবশেষে সার্কিট ব্রেকার বন্ধ করতে হবে

  উইকিপিডিয়া ও ইন্টারনেট হতে তথ্য, ছবি সংগৃহীত। 

 বাসবার এর সাইজ কিভাবে নির্ণয় করতে হয় জানতে পড়ুন 

Busbar এর সাইজ নির্ণয়ের হিসাব যেভাবে করবেন।

 

 পাওয়ার সিস্টেম এ বাস বার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, আজ জানব কিভাবে এর সাইজ নির্ণয় করা যায় উদাহরণ সহ ।

Busbar এর সাইজ নির্ণয়ের হিসাব ?

 

বাসবার এর সাইজ নির্ভর করে লোড কারেন্টের উপর। লোড কারেন্ট দুই ভাবে বের করা যায় ঃ

KVA = 1000 × Voltage × Current

KW = 1000 × Voltage × Current × CosØ

I = (KVA × 1000)/((3)1/2 × Voltage)      (Three Phase এর ক্ষেত্রে)

I = (KVA × 1000)/(Voltage)      (Single Phase এর ক্ষেত্রে)

উদাহরণ ০১। একটি 3Ø  150 KVA  Transformer এ Voltage Ratio 1100/440 Volt হলে এর Secondary তে কারেন্ট কত হবে। Pf = 0.9

উঃ I1 = (KVA × 1000)/((3)1/2 × Voltage) = (150 × 1000)/((3)1/2 × 440) = 196.82 Amp.

I2 = (KW × 1000)/((3)1/2 × Voltage × pf) = (150 × 1000)/((3)1/2 × 440 × 0.9) = 218.69 Amp.

25% বেশী ধরে I1 = 196.82 × 1.25 = 246 Amp

                       I2 = 218.69 × 1.25 = 273.36 Amp

2(Two) Type of Electrical Busbar:

  1. Copper Busbar
  2. Aluminium Busbar

Copper Busbar: Current Density = 1.5 ~ 2.0 Amp. অর্থাৎ 1 mm2 Copper Busbar এর মধ্য দিয়ে 1.5 ~ 2.0 Amp. কারেন্ট প্রবাহিত হতে পারে।

Aluminium Busbar: Current Density = 0.5 ~ 1.5 Amp. অর্থাৎ 1 mm2 Aluminium Busbar এর মধ্য দিয়ে 0.5 ~ 1.5 Amp. কারেন্ট প্রবাহিত হতে পারে।

যদি আমরা Copper Busbar ব্যবহার করি তবে তার Current Density = 1.6 Amp.

Copper Busbar Size = 246/1.6 = 153.75 ≈ 154 mm2

যদি Copper Busbar এর Thickness = 7 mm ধরি তাহলে উচ্চতা (154/7) = 22 mm

তাহলে I1 Current Copper Busbar এর Size হবে = 22 mm × 7 mm   ........ (KVA এর ক্ষেত্রে) 

--------------------------------------------------------------------------------------

Copper Busbar Size = 274/1.6 = 171.25 ≈ 172 mm2 

যদি Copper Busbar এর Thickness = 7 mm ধরি তাহলে উচ্চতা (172/7) = 24.57 mm ≈ 25 mm

তাহলে I2 Current Copper Busbar এর Size হবে = 25 mm × 7 mm   ........ (KW এর ক্ষেত্রে) 

উদাহরণ ০২। ধরুন,আপনার ফ্যাক্টরির ট্রান্সফরমার থেকে প্রত্যেক ফেজে ৬০০ আম্পিয়ার কারেন্ট আসছে। এখন কি মাপের বাসবার আপনাকে বসাতে হবে?

উঃ আগেই বলেছি উচ্চতা আর প্রস্থছেদ টাই বাসবারের মূল বিষয়।বাসবার টা কত বড় সেটা দেখার বিষয় না।বাসবারের পরিমাপ টা অবশ্যই মিলিমিটার হিসাবে করতে হবে।

বাসবারের হিসাব:

ধরুন, আমার ইন্ড্রাস্ট্রিতে three phase 500 KVA এর একটি 11/.44 KV ট্রান্সফরমার আছে। এখন আমি তার outgoing side এর কারেন্ট এর জন্য বাসবার নির্বাচন করব যেটা আমার LT pannel এ সেট আপ করব। চলুন হিসেব করা যাক।

কারেন্ট I (secondary)

= 500 x 1000/ (1.732 x 440)

= 656 Ampere

এখন অধিক নিরাপত্তার জন্য আমাকে ২৫% এক্সট্রা যোগ করে নিতে হবে।

তাহলে = 656 x 1.25 = 820 A

এখন, আমি কপার বাসবার ব্যবহার করলে, প্রতি 1A এর জন্য 0.5 sqmm busbar ব্যবহার করা উচিত। আর এলুমিনিয়ামের জন্য 1.2 sqmm per ampere.

তাইলে যদি আমি কপার ব্যবহার করি, আমার 820 amps load এর জন্য 410 sqmm busbar ব্যবহার করা উচিত।

তবে লক্ষ্য রাখতে হবে বাজারে এই একুরেট সাইজ এর বাসবার পাওয়া যায় কিনা?? বাজারে সাধারণত যেসব সাইজের বাসবার পাওয়া যায় :

25 x 5, 25 x 8, 25 x 10, 30 x 5, 30 x 8, 30 x 10,

40 x 5, 40 x 8, 50 x 5, 50 x 8, 50 x 10, 80 x 5, 80 x 8, 80 x 10, 100 x 20, 110 x 10 sqmm etc

তাই আমাদের লোডের জন্য 80 x 5 or 40 x 10 or

50 x 8 sqmm busbar নিলেই যথেষ্ট

সংগৃহীত 

বিভিন্ন প্রকার বাসবার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পড়তে পারেন  

সাম্প্রতিক পোস্ট সমূহ

Recent Posts Widget