Friday, December 1, 2023

মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ড, সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ড ও ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড বলতে কি বুঝ, হাউজ ওয়ারিং এর গুরুত্বপূর্ণ উপাদান

 মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ড, সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ড ও ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড বলতে কি বুঝ, হাউজ ওয়ারিং এর গুরুত্বপূর্ণ উপাদান

পাওয়ার প্ল্যান্ট, সাব-স্টেশন, কারখানা বা বাসাবাড়ির যে কোন ইলেকট্রিক্যাল লাইন প্রথমে MDB, SDB বা DB থেকে লোডে আসে, তাই  ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে প্রত্যেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে জানতে হয়। 

  • মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ডঃ পাওয়ার প্ল্যান্ট থেকে সাব-স্টেশনে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে বা কারখানার বিভিন্ন সেক্টরে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড ব্যবহার করা হয় তাকে মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ড বলে। 
  • সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ডঃ সাব-স্টেশন থেকে বাসাবাড়িতে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে বা অনেক সময় কারখানার বিভিন্ন সেক্টরে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড ব্যবহার করা হয় তাকে সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ড বলে। 
  • ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ডঃ বাসাবাড়িতে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে যে বোর্ড ব্যবহার করা হয় তাকে ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড বলে।  

একটি ডিস্ট্রিবিউশন বোর্ড এর কভারে থাকেঃ 

  1. লাল(Red), হলুদ(Yeallo) ও নীল(Blue) রং এর তিনটি Indicator
  2. Digital Electronics type Energy Meter
  3. Current Selector Switch 
  4. Digital Volt Meter 
  5. Voltage Selector Switch 
  6. ON Push Switch
  7. OFF Push Switch 

  •  লাল(Red), হলুদ(Yeallo) ও নীল(Blue) রং এর তিনটি Indicator এর মাধ্যমে তিনটি ফেইজ সহজে চিনা যায়। 
  • Digital Electronics type Energy Meterঃ এর মাধ্যমে তিনটি ফেইজ এর কারেন্ট ও ভোল্টেজ দেখা যায়। এছাড়া এতে বিভিন্ন Program সেট করে দেওয়া হয় যাতে অতি সহজে নিদিষ্ট মানের বিদ্যুৎ বিতরণ করতে পারে। এছাড়া কারেন্ট ট্রান্সফরমার(CT) ও পটেনশিয়াল ট্রান্সফরমার(PT) এর কানেকশন এর মাধ্যমে পরিচালনা করা হয়। 
  • Current Selector Switchঃ এর মধ্যে তিনটি ফেইজ এর কারেন্ট মাপার জন্য তিনটি Option থাকে 1, 2 & 3. এবং একটি OFF Option থাকে। যে কোন একটি ফেইজ সিলেক্ট করলেই Digital Electronics type Energy Meter এর মাধ্যমে  উক্ত ফেইজ এর কারেন্টের মান দেখা যায়। 
  • Digital Volt Meter ঃ এর মাধ্যমে বিভিন্ন ফেইজ এর শুধু ভোল্টেজ দেখা যায়। 
  • Voltage Selector Switch ঃ এর মধ্যে তিনটি ফেইজ এর ভোল্টেজ মাপার জন্য ছয়টি Option থাকে RN(Red-Neutral), YN(Yeallow-Neutral), BN(Blue-Neutral), RY(Red-Yeallow), YR(Yeallow-Red), BR(Blue-Red) এবং একটি OFF Option থাকে। RN(Red-Neutral), YN(Yeallow-Neutral), BN(Blue-Neutral) এর মধ্যদিয়ে ২২০-২৩০ ভোল্ট প্রবাহিত হয় এবং RY(Red-Yeallow), YR(Yeallow-Red), BR(Blue-Red) এর মধ্যদিয়ে ৩৮০-৪০০ ভোল্ট প্রবাহিত হয়। যে কোন একটি Option সিলেক্ট করলেই Digital Volt Meter এর মাধ্যমে  উক্ত ফেইজ এর ভোল্টেজের মান দেখা যায়। 
  • ON Push Switchঃ ইহা নীল(Blue) রং এর হয়। এটি Push করার মাধ্যমে System টি ON হয়। 
  • OFF Push Switch ঃ ইহা লাল(Red) রং এর হয়। এটি Push করার মাধ্যমে System টি OFF হয়। 

একটি ডিস্ট্রিবিউশন বোর্ড এর সেফটি কভারের ভিতরে থাকেঃ

  1. Cooling Fan
  2. Thermistar
  3. MCCB = Molded Case Circuit Breaker 
  4. MC = Magnetic Contractor 
  5. Tharmal Overload Relay Protection
  6. Busbar
  7. Circuit Breaker 
  8. Current Transformer(CT)
  9. Potential Transformer(PT)

  • Cooling Fan: বাসবারের মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতর গরম হয়ে যায়। তাই ডিস্ট্রিবিউশন বোর্ড এর অভ্যন্তর ঠাণ্ডা রাখার জন্য Cooling Fan ব্যবহার করা হয়। 
  • Thermistarঃ এর মাধ্যমে ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রন ও পরিমাপ করা যায়। Thermistar এ একটি তাপমাত্রা সেট করে দিতে হয়। সেট করা তাপমাত্রা থেকে বেশী তাপমাত্রা হলেই Autometically Cooling Fan ঘুরে ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখে। এটি একটি সেন্সরের কাজও করে। 
  • MCCBঃ এটি একটি সার্কিট ব্রেকার। এর পূর্ণ নাম Molded Case Circuit Breaker. সাব-স্টেশন বা মিটার থেকে প্রথমেই বিদ্যুৎ MCCB তে প্রবেশ করে। এর Ampere Reading 50A বা তার থেকে বেশী রাখা উচিৎ। 
  • MCঃ এটি একটি Magnetic Contractor. MCCB থেকে বিদ্যুৎ Magnetic Contractor এ প্রবেশ করাতে হয়। 
  • Tharmal Overload Relay Protectionঃ Magnetic Contractor থেকে বিদ্যুৎ Tharmal Overload Relay Protection এ প্রবেশ করাতে হয়। 
  • Current Transformer(CT): প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন বোর্ড এ সাধারণত তিনটি ফেইজ এর জন্য তিনটি Current Transformer(CT) থাকে। Tharmal Overload Relay Protection থেকে বিদ্যুৎ Current Transformer(CT) এ বেশ করাতে হয়। 
  • Busbarঃ একটি ডিস্ট্রিবিউশন বোর্ড এ ৫(পাচ) রকমের বাসবার থাকে। লাল(Red), হলুদ(Yeallo) ও নীল(Blue) রং এর তিনটি বাসবার এর মাধ্যমে তিনটি ফেইজ সংযোগ দেওয়া হয়। কাল(Black) রং এর বাসবার এর সাথে Neutral ও সবুজ(Green) রং এর বাসবার এর সাথে আর্থিং সংযোগ দেওয়া হয়। Current Transformer(CT) থেকে বিদ্যুৎ Busbar এ প্রবেশ করাতে হয়। 
  • Circuit Breaker: কারখানা বা বাসাবাড়িতে লোডের উপর বা সংযোগের উপর ভিত্তি করে Circuit Breaker লাগানো হয়। Busbar থেকে বিদ্যুৎ Circuit Breaker এ প্রবেশ করাতে হয়। Circuit Breaker থেকে বিদ্যুৎ বিভিন্ন স্থানের লোডে চলে যায়। 
  • Potential Transformer(PT)ঃ এটি সাধারণত MDB ও SDB তে ব্যবহার করা হয় বিভব পার্থক্য বা ভোল্টেজ মাপার জন্য।  
  •  

ইন্ডাস্ট্রিতে কেন এবং কি ভাবে থ্রী ফেইজ মোটরের স্টার - ডেল্টা কানেকশন করা হয়? , ইন্ডাস্ট্রিতে থ্রী ফেইজ মোটরে ডল-স্টাটার কানেকশন কেন এবং কি ভাবে করা হয়?

 

প্রশ্নঃ ইন্ডাস্ট্রিতে কেন এবং কি ভাবে থ্রী ফেইজ মোটরের স্টার - ডেল্টা কানেকশন করা হয়? 

উত্তরঃ কলকারখানায় থ্রী ফেইজ মোটর চালানোর জন্য স্টার - ডেল্টা কানেকশন করা হয় কারন 

মোটর গুলো সাধারনত ৩ফেজ ৪তারের হওয়ায় এতে উচ্চ ভোল্টেজ দরকার পড়ে। উচ্চ ভোল্টেজ স্টার-ডেল্টা কানেকশনে কন্ট্রোল করা সুবিধা জনক এবং নিরাপদ। এসব মোটরের কয়েলে উচ্চ ভোল্টেজ না দিলে প্রয়োজনীয় আরপিএম(RPM-Rotation per Minit) তৈরি হয় না এবং মোটর থেকে কাক্ষিত ফলাফল পাওয়া যায় না।।




 তাই ৩ ফেজ মোটর স্টার্টিং মুহুর্তে স্টার সংযোগ ও 40% রানিং হলে ডেল্টা সংযোগ দেওয়া হয়। এর জন্য 3 ফেজ স্টার্টার ব্যবহৃত হয়। (অটোমেটিক কাজ করানোর জন্য) কারন শুরুতে অধিক কারেন্ট দিলে (ডেল্টায় কারেন্ট বেশি) কয়েল পুরে যেতে পারে। একটি অফ মটর চালু কারার মুহূর্তে এটি সর্ট সার্কিট এর ন্যায় কাজ করে (অনেক কারেন্ট নিয়ে নেয়। তাই প্রথমে স্টার পরে ডেল্টা করাহয়। ৩ ফেজ মোটরের স্টার-ডেল্টা কানেকশনে মোটরের রেইঞ্জ সর্ব নিম্ম 5HP থেকে অধিক হওয়া প্রয়োজন। 

স্টার কানেকশনঃ থ্রী ফেইজ ব্যবস্থায় প্রতিটি কয়েলের একটি করে মাথা যদি এক সঙ্গে সংযুক্ত করে তবে তা স্টার বা নিউট্রাল বিন্দু তৈরী হয় তবে তাকে স্টার কানেকশন বলে। 

ডেল্টা কানেকশনঃ থ্রী ফেইজ ব্যবস্থায় যখন একটি ফেইজের শেষ প্রান্তকে দ্বিতীয় ফেইজের শুরুর প্রান্তে আবার দ্বিতীয় ফেইজের শেষ প্রান্তকে তৃতীয় ফেইজের শুরুর প্রান্তে  এবং পরের তৃতীয় ফেইজের শেষ প্রান্তকে প্রথম ফেইজের শুরুর প্রান্তে গ্রীক বর্ণমালা ডেল্টা বর্ণের ন্যায় সংযোগ করা হয় তখন তাকে ডেল্টা কানেকশন বলে।

প্রশ্নঃ ইন্ডাস্ট্রিতে থ্রী ফেইজ মোটরে  ডল-স্টাটার কানেকশন কেন এবং কি ভাবে করা হয়?

উত্তরঃ D.O.L এর পূর্ণ নাম হল Direct on Line. যে স্টাটার সরাসরি লাইনের সাথে যুক্ত থাকে তাকে Direct on Line স্টাটার বলে। এ ধরনের স্টাটার কারেন্ট কমাতে পারে না। তাই এ স্টাটার দ্বারা মোটরকে খুব তাড়াতাড়ি স্টাট বা বন্ধ করা যায়। 

ডল-স্টাটার কানেকশন দ্বারা সর্বচ্চ 5HP মানের মোটর চালানো উচিৎ। এর চেয়ে বেশী মানের মোটর চালালে ব্যয় এর পরিমাণ অনেক গুন বেড়ে যাবে তাই এক্ষেত্রে স্টার - ডেল্টা কানেকশন ব্যবহার করা উচিৎ। স্টার - ডেল্টা কানেকশন এ ব্যয় অনেক কম হবে। 

ডল-স্টাটার কানেকশন সিস্টেমের তাপমাত্রা স্টার - ডেল্টা কানেকশন সিস্টেমের তুলনায় তুলনামূলক বেশী থাকে। 

ডল-স্টাটার কানেকশনঃ 

ডল স্টাটার কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে Motor control / মোটর কন্ট্রোলিং এর জন্য ।ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ রয়েছে এবং ইন্ডাস্ট্রিতে থ্রি ফেজ মোটর বেশি চালনা করা হয়ে থাকে ।যেহেতু ইন্ডাস্ট্রি মানে দ্রুত  উৎপাদনশীল প্রতিষ্ঠান ।সেখানে একটা মোটর দীর্ঘসময় চলতে থাকে।এজন্য একটা সুইচ এর মাধ্যমে যদি একটা মোটর চালানো করা হয় তাহলে ওই সুইচটা বেশি দিন টিকে থাকে না অর্থাৎ নষ্ট হয়ে যায় ।এজন্য ইন্ডাস্ট্রিতে পুশ বাটন সুইচ ব্যবহার করা হয় ।একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে একটা মোটর কে চালনা করা হয় ।এই নির্দিষ্ট সিস্টেমটাকে ডল স্টাটার কন্ট্রোল সার্কিট বা ম্যাগনেটিক ডল স্টাটার কন্ট্রোল সার্কিট বলা হয়ে থাকে ।

ডল স্টাটার কন্ট্রোল সার্কিট করতে আমাদের যে সকল কম্পোনেন্ট বা ডিভাইস লাগবে সেগুলো হলো……

  • Push Button Switch-2pcs
  • Magnatic contractor-1pcs
  • Load (motor)


 



দেখুন উপরের চিত্রে আমি দেখিয়েছি ম্যাগনেটিক ডল স্টাটার সার্কিট আপনারা কিভাবে বাস্তবে কানেকশন দিবেন ।এই কানেকশনটা থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে দেখানো হয়েছে ।তো এখানে আপনারা সিঙ্গেল ফেজ মোটর কিন্তু সহজে কানেকশন করতে পারবেন ।থ্রি ফেজ মোটরের জন্য তিনটা পেজ নিয়ে এসে কানেকশন করে সংযোগ করা হয় ।আর যদি আপনি সিঙ্গেল ফেজ মোটরের ডল স্টাটার কন্ট্রোল সার্কিট এর কানেকশন করেন তাহলে একটা ফেজ লাইন নিয়ে আপনি কানেকশন করবেন।আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ।

 

সাম্প্রতিক পোস্ট সমূহ

Recent Posts Widget