মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ড, সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ড ও ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড বলতে কি বুঝ, হাউজ ওয়ারিং এর গুরুত্বপূর্ণ উপাদান
পাওয়ার প্ল্যান্ট, সাব-স্টেশন, কারখানা বা বাসাবাড়ির যে কোন ইলেকট্রিক্যাল লাইন প্রথমে MDB, SDB বা DB থেকে লোডে আসে, তাই ডিস্ট্রিবিউশন বোর্ড সম্পর্কে প্রত্যেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে জানতে হয়।
- মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ডঃ পাওয়ার প্ল্যান্ট থেকে সাব-স্টেশনে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে বা কারখানার বিভিন্ন সেক্টরে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড ব্যবহার করা হয় তাকে মেইন ডিস্ট্রিবিউশন(এমডিবি) বোর্ড বলে।
- সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ডঃ সাব-স্টেশন থেকে বাসাবাড়িতে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে বা অনেক সময় কারখানার বিভিন্ন সেক্টরে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড ব্যবহার করা হয় তাকে সাব-ডিস্ট্রিবিউশন(এসডিবি) বোর্ড বলে।
- ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ডঃ বাসাবাড়িতে বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে যে বোর্ড ব্যবহার করা হয় তাকে ডিস্ট্রিবিউশন(ডিবি) বোর্ড বলে।
একটি ডিস্ট্রিবিউশন বোর্ড এর কভারে থাকেঃ
- লাল(Red), হলুদ(Yeallo) ও নীল(Blue) রং এর তিনটি Indicator
- Digital Electronics type Energy Meter
- Current Selector Switch
- Digital Volt Meter
- Voltage Selector Switch
- ON Push Switch
- OFF Push Switch
- লাল(Red), হলুদ(Yeallo) ও নীল(Blue) রং এর তিনটি Indicator এর মাধ্যমে তিনটি ফেইজ সহজে চিনা যায়।
- Digital Electronics type Energy Meterঃ এর মাধ্যমে তিনটি ফেইজ এর কারেন্ট ও ভোল্টেজ দেখা যায়। এছাড়া এতে বিভিন্ন Program সেট করে দেওয়া হয় যাতে অতি সহজে নিদিষ্ট মানের বিদ্যুৎ বিতরণ করতে পারে। এছাড়া কারেন্ট ট্রান্সফরমার(CT) ও পটেনশিয়াল ট্রান্সফরমার(PT) এর কানেকশন এর মাধ্যমে পরিচালনা করা হয়।
- Current Selector Switchঃ এর মধ্যে তিনটি ফেইজ এর কারেন্ট মাপার জন্য তিনটি Option থাকে 1, 2 & 3. এবং একটি OFF Option থাকে। যে কোন একটি ফেইজ সিলেক্ট করলেই Digital Electronics type Energy Meter এর মাধ্যমে উক্ত ফেইজ এর কারেন্টের মান দেখা যায়।
- Digital Volt Meter ঃ এর মাধ্যমে বিভিন্ন ফেইজ এর শুধু ভোল্টেজ দেখা যায়।
- Voltage Selector Switch ঃ এর মধ্যে তিনটি ফেইজ এর ভোল্টেজ মাপার জন্য ছয়টি Option থাকে RN(Red-Neutral), YN(Yeallow-Neutral), BN(Blue-Neutral), RY(Red-Yeallow), YR(Yeallow-Red), BR(Blue-Red) এবং একটি OFF Option থাকে। RN(Red-Neutral), YN(Yeallow-Neutral), BN(Blue-Neutral) এর মধ্যদিয়ে ২২০-২৩০ ভোল্ট প্রবাহিত হয় এবং RY(Red-Yeallow), YR(Yeallow-Red), BR(Blue-Red) এর মধ্যদিয়ে ৩৮০-৪০০ ভোল্ট প্রবাহিত হয়। যে কোন একটি Option সিলেক্ট করলেই Digital Volt Meter এর মাধ্যমে উক্ত ফেইজ এর ভোল্টেজের মান দেখা যায়।
- ON Push Switchঃ ইহা নীল(Blue) রং এর হয়। এটি Push করার মাধ্যমে System টি ON হয়।
- OFF Push Switch ঃ ইহা লাল(Red) রং এর হয়। এটি Push করার মাধ্যমে System টি OFF হয়।
একটি ডিস্ট্রিবিউশন বোর্ড এর সেফটি কভারের ভিতরে থাকেঃ
- Cooling Fan
- Thermistar
- MCCB = Molded Case Circuit Breaker
- MC = Magnetic Contractor
- Tharmal Overload Relay Protection
- Busbar
- Circuit Breaker
- Current Transformer(CT)
- Potential Transformer(PT)
- Cooling Fan: বাসবারের মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতর গরম হয়ে যায়। তাই ডিস্ট্রিবিউশন বোর্ড এর অভ্যন্তর ঠাণ্ডা রাখার জন্য Cooling Fan ব্যবহার করা হয়।
- Thermistarঃ এর মাধ্যমে ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রন ও পরিমাপ করা যায়। Thermistar এ একটি তাপমাত্রা সেট করে দিতে হয়। সেট করা তাপমাত্রা থেকে বেশী তাপমাত্রা হলেই Autometically Cooling Fan ঘুরে ডিস্ট্রিবিউশন বোর্ড এর ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখে। এটি একটি সেন্সরের কাজও করে।
- MCCBঃ এটি একটি সার্কিট ব্রেকার। এর পূর্ণ নাম Molded Case Circuit Breaker. সাব-স্টেশন বা মিটার থেকে প্রথমেই বিদ্যুৎ MCCB তে প্রবেশ করে। এর Ampere Reading 50A বা তার থেকে বেশী রাখা উচিৎ।
- MCঃ এটি একটি Magnetic Contractor. MCCB থেকে বিদ্যুৎ Magnetic Contractor এ প্রবেশ করাতে হয়।
- Tharmal Overload Relay Protectionঃ Magnetic Contractor থেকে বিদ্যুৎ Tharmal Overload Relay Protection এ প্রবেশ করাতে হয়।
- Current Transformer(CT): প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন বোর্ড এ সাধারণত তিনটি ফেইজ এর জন্য তিনটি Current Transformer(CT) থাকে। Tharmal Overload Relay Protection থেকে বিদ্যুৎ Current Transformer(CT) এ বেশ করাতে হয়।
- Busbarঃ একটি ডিস্ট্রিবিউশন বোর্ড এ ৫(পাচ) রকমের বাসবার থাকে। লাল(Red), হলুদ(Yeallo) ও নীল(Blue) রং এর তিনটি বাসবার এর মাধ্যমে তিনটি ফেইজ সংযোগ দেওয়া হয়। কাল(Black) রং এর বাসবার এর সাথে Neutral ও সবুজ(Green) রং এর বাসবার এর সাথে আর্থিং সংযোগ দেওয়া হয়। Current Transformer(CT) থেকে বিদ্যুৎ Busbar এ প্রবেশ করাতে হয়।
- Circuit Breaker: কারখানা বা বাসাবাড়িতে লোডের উপর বা সংযোগের উপর ভিত্তি করে Circuit Breaker লাগানো হয়। Busbar থেকে বিদ্যুৎ Circuit Breaker এ প্রবেশ করাতে হয়। Circuit Breaker থেকে বিদ্যুৎ বিভিন্ন স্থানের লোডে চলে যায়।
- Potential Transformer(PT)ঃ এটি সাধারণত MDB ও SDB তে ব্যবহার করা হয় বিভব পার্থক্য বা ভোল্টেজ মাপার জন্য।