প্রশ্নঃ ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন এ ওভারহেড লাইন বলতে কি বুঝ ?
উত্তরঃ ওভারহেড লাইন মূলত একটি কাঠামো যার সাহায্যে দূরবর্তী স্থানে বিদ্যুৎ শক্তি প্রেরন ও বিতরণ করা হয়। এটি সাধারণত টাওয়ার ও পোল দ্বারা নির্মাণ করা হয় । সাধারণত একটি ওভারহেড লাইনের সফল অপারেশন লাইনের মেকানিক্যাল ডিজাইনের উপর নির্ভরশীল। এই লাইন গুলো বিভিন্ন কারনে ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই ওভারহেড লাইন গুলো যাতে প্রতিকুল পরিবেশে টিকে থাকতে পারে সে জন্য নির্মাণ করার সময় এর সঠিক ডিজাইন ও সেফটি ফ্যাক্টর সহ বিভিন্ন দিক বিবেচনা করে নির্মাণ করা জরুরী । এছাড়া সম্ভাব্য প্রতিকুল আবহাওয়ায় টিকে থাকার জন্য এর যান্ত্রিক শক্তিকে বেশী প্রাধান্য দেওয়া উচিৎ ।
প্রশ্নঃ ওভারহেড লাইন এর উপাদান গুলো কি কি।
উত্তরঃ ওভারহেড লাইন এর উপাদান গুলো হলঃ
- কন্ডাক্টর (Conductor)
- সাপোর্ট (Support)
- ইনসুলেটর (Insulator)
- ক্রস আর্ম (Cross Arm)
- গাই ও স্টে (Guy and Stay)
- ফিউজ ও আইসুলেটিং সুইচ (Fuses & Isolating Switches)
- লাইটনিং অ্যারেস্টর (Lightning Arrester)
- অবিচ্ছিন্ন আর্থ তার ( Continuous earth wire)
- গার্ড ওয়্যার (Guard wire)
- ভাইব্রেশন ড্যাম্পার ( Vibration Dampers)
- জাম্পার (Jumpers)
- পাখি রক্ষক (Bird Guards)
- কন্ডাক্টর (Conductor)ঃ কন্ডাক্টর এর মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ারকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করা হয়। ওভারহেড লাইনের কন্ডাক্টর তৈরিতে কপার, অ্যালুমিনিয়াম, স্টিল কোরড অ্যালুমিনিয়াম, গ্যাল্ভানাইজড স্টিল, ক্যাডমিয়াম কপার ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়।
- সাপোর্ট (Support)ঃ ওভারহেড লাইনের সাপোর্ট বলতে টাওয়ার, খুটি বা পোল(Pole) ইত্যাদিকে বুঝানো হয়। এই সাপোর্ট গুলো ওভারহেড লাইনের কন্ডাক্টর গুলোকে ভুমি থেকে নিরাপদ দূরত্বের উপরে ধরে রাখতে সাহায্য করে। ওভারহেড লাইনে কি ধরনের লাইন সাপোর্ট প্রয়োজন হবে তা লাইনের কার্যকরী ভোল্টেজের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়।
- ইনসুলেটর (Insulator)ঃ ইনসুলেটর (Insulator) কন্ডাক্টর এর সাপোর্ট হিসাবে কাজ করে। সেই সাথে ভুমি থেকে কন্ডাক্টরকে ইন্সুলেট করে রাখতেও সাহায্য করে। ওভারহেড লাইনের ইন্সুলেটর গুলো পিন, স্ট্রেইন, সাসপেনশন, শ্যালক ইত্যাদি ধরনের হয়ে থাকে।
- ক্রস আর্ম (Cross Arm)ঃ ক্রস আর্ম (Cross Arm) গুলো ইন্সুলেটরকে বহন করে থাকে। ক্রস আর্ম (Cross Arm) সাধারণত স্টিলের অ্যাঙ্গেল সেকশন বা কাঠের হয়ে থাকে। পোলের মাথার দিকে নাট বোল্ট, ক্ল্যাম্প ইত্যাদির সাহায্যে এ গুলোতে ইন্সুলেটর আটকানো হয়।
- গাই ও স্টে (Guy and Stay)ঃ ডিস্ট্রিবিউশন লাইনের যে সমস্ত টাওয়ার বা পোলে কোন কারনে হেলে পড়ার সম্ভাবনা থাকে, সে সব টাওয়ার বা পোলকে গাই ও স্টে ক্যাবলের সাহায্যে টানা দেওয়া হয়। উচ্চ টান সহন ক্ষমতা সম্পন্ন স্টিলের ক্যাবল স্টে ক্যাবল হিসাবে ব্যবহার করা হয়। স্টে ক্যাবলের এক মাথা পোলের মাথার দিকে ক্ল্যাম্প দিয়ে আটকিয়ে অপর মাথা গাই ইন্সুলেটর হয়ে সেন্ট সেটের মধ্যে আটকে পোলকে টানা দেওয়া হয়। এর ফলে পোল হেলে পড়ার সম্ভাবনা থাকে না।
- ফিউজ ও আইসুলেটিং সুইচ (Fuses & Isolating Switches)ঃ এর মাধ্যমে ওভারহেড সিস্টেমের বিভিন্ন অংশকে প্রয়োজন বোধে বিচ্ছিন্ন করা হয়।
- লাইটনিং অ্যারেস্টর (Lightning Arrester)ঃ অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে ডিসচার্জ করে লাইনকে রক্ষা করার জন্য ওভারহেড লাইনে লাইটনিং অ্যারেস্টর ব্যবহার করা হয়।
- অবিচ্ছিন্ন আর্থ তার ( Continuous earth wire)ঃ ব্রজপাতের কারনে সৃষ্ট অতিরিক্ত ভোল্টেজকে সহজে মাটিতে ডিসচার্জ করে লাইনকে রক্ষা করতে ওভারহেড লাইনের টাওয়ার বা পোলের সর্ব উপরে মাথা বরাবর এর অবিচ্ছিন্ন আর্থ তার টানা হয়।
- গার্ড ওয়্যার (Guard wire)ঃ যখন পাওয়ার লাইন টেলিফোন কিংবা টেলিগ্রাফ লাইনকে অতিক্রম করে তখন ঐ পাওয়ার লাইন গুলোর উপর ও নিচে গার্ড ওয়্যার (Guard wire) ব্যবহার করা হয়। এগুলো আর্থের সঙ্গে সংযোগ করা থাকে।
- ভাইব্রেশন ড্যাম্পার ( Vibration Dampers) ঃ ওভারহেড লাইনে যাতে কম্পনের সৃষ্টি হতে না পারে সে জন্য ঝুলন্ত লাইনের ইন্সুলেটরে ভাইব্রেশন দ্যাম্পার ( Vibration Dampers) বসানো হয়।
- জাম্পার (Jumpers)ঃ ওভারহেড লাইনে জাম্পার (Jumpers) কানেকশনের মাধ্যমে এক পরিবাহী তার থেকে আরেক পরিবাহী তারে সংযোগ করা হয়।
- পাখি রক্ষক (Bird Guards)ঃ পাখি যাতে ইন্সুলেটর পিন ও ইন্ডাক্টর এর সাথে ফ্লাস ওভার করতে না পারে সে জন্য ক্রস আর্ম এ ইন্সুলেটরের উপরের দিকে এটি সংযোগ করা হয়। এটি অ্যাবোনাইটের তৈরী এবং এর উপরের দিকে করাতের দাঁতের মত লম্বা প্লেট বসানো থাকে।
এছাড়াও ওভারহেড লাইনে আরও কিছু ছোট ছোট Component স্থাপন করা হয়। যেমনঃ Phase Plate, Danger Plate, Anti-Climbing wire, Guards ইত্যাদি।
উইকিপিডিয়া ও ইন্টারনেট হতে তথ্য, ছবি সংগৃহীত
No comments:
Post a Comment